দিল্লি মেট্রোয় মহিলাদের বিনা টিকিটে যাতায়াতের প্রস্তাব খারিজ করল কেন্দ্র

প্রস্তাবের পর প্রতিবাদ আসতে থাকে বিভিন্ন মহল থেকে। এনিয়ে সরব হন ‘মেট্রো ম্যান’ শ্রীধরও

Updated By: Jun 27, 2019, 02:22 PM IST
দিল্লি মেট্রোয় মহিলাদের বিনা টিকিটে যাতায়াতের প্রস্তাব খারিজ করল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: ভেস্তে গেল অরবিন্দ কেজরিওয়ালের পরিকল্পনা। রাজধানীর মহিলাদের জন্য মেট্রো রেল ফ্রি করার পরিকল্পনা বাতিল করে দিল কেন্দ্র।

আরও পড়ুন-শুধু ছোট গাড়ি চলার অনুমতি, বাস্কেল ব্রিজ মেরামতির জেরে তীব্র যানজটের ফাঁসে শহর

নিরাপত্তার কথা মাথায় রেখে দিল্লির মহিলাদের জন্য মেট্রোর বিনা টিকিটে যাতায়াতের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছিল দিল্লি সরকার। কেন্দ্র সরকার সূত্রে খবর, সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছে কেন্দ্র। পরিবর্তে আম আদমি পার্টি সরকারকে অন্য কোনও উপায় বের করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, দিল্লি মেট্রোর খরচ চালায় কেন্দ্র ও দিল্লি সরকার। অরবিন্দ কেজরিওয়াল সরকার ঘোষণা করে মেট্রো থেকে আয়ের টাকা তারা ছেড়ে দিতে চায়। একই কাজ করুক কেন্দ্রও। প্রস্তাবের পর প্রতিবাদ আসতে থাকে বিভিন্ন মহল থেকে। এনিয়ে সরব হন ‘মেট্রো ম্যান’ শ্রীধরও।

আরও পড়ুন-দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হরিয়ানায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র

দিল্লি সরকারের যুক্তি ছিল মেয়েরা বিনা টিকিটে যাতায়াত করতে পারলে তাদের নিরাপত্তা অনেকটাই বাড়বে। ওই প্রস্তাবের তুমুল সমালোচনা করে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য ছিল ২০২০ সালের নির্বাচনের কথা মাথায় রেখে এই ঘোষণা করেছে রাজ্য সরকার। শেষপর্যন্ত তা বাতিলই করে দিল কেন্দ্র।

.