ভারতে আধিকারিক নিয়োগে দেরি, Twitter-কে ভর্ৎসনা দিল্লি আদালতের

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ভারতে নতুন আধিকারিকদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা জানিয়েছিল টুইটার।

Updated By: Jul 6, 2021, 04:44 PM IST
ভারতে আধিকারিক নিয়োগে দেরি, Twitter-কে ভর্ৎসনা দিল্লি আদালতের

নিজস্ব প্রতিবেদন: ফের দিল্লি হাইকোর্টের ধমক খেল জনপ্রিয় সোশাল মিডিয়া সংস্থা টুইটার। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ভারতে নতুন আধিকারিকদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা জানিয়েছিল টুইটার। যদিও মঙ্গলবার আদালতের তরফে  বলা হয়েছে অফিসার নিয়োগ করার জন্য যতদিন ইচ্ছে সময় নিতে পারবে না সংস্থা। 

কেন্দ্রের নতুন আইটি নিয়ম অনুযায়ী প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মকেই ভারতের জন্য একজন আধিকারিক নিয়োগ করতে হবে। অফিসার নিয়োগের বিষয়ে টুইটারকে বৃহস্পতিবার জন্য সময় দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, কেন্দ্রীয় মন্ত্রী এবার সাংবিধানিক পদে, ৮ রাজ্যে রাজ্যপাল নিয়োগের নির্দেশিকা রাষ্ট্রপতির

দিল্লি আদালতের বিচারপতি রেখা পল্লী শুনানির সময় সংস্থাকে ধমকের সুরেই বলেন, "প্রক্রিয়াটি সম্পন্ন করতে কতক্ষণ সময় লাগবে? টুইটার যদি মনে করে আমাদের দেশে এই প্রক্রিয়া সম্পন্ন করতে যতদিন ইচ্ছে সময় নেবে,  সেটির অনুমতি দেওয়া যাবে না।" 

যদিও টুইটারের আইনজীবী জানান আরও দু'সপ্তাহ সময় লাগতে পারে অফিসার নিয়োগের ক্ষেত্রে। আইটি আইন মেনে নতুন অফিসার নিয়োগের ডেডলাইন পার করে ফেলেছে টুইটার। গ্রিভেন্স অফিসার নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট টাইমলাইন মেনে চলার কথা বলেন বিচারপতি।

.