দিল্লি ধর্ষণ কাণ্ডে পুলিস কমিশনারকে দুষল শীর্ষ আদালত

রাজাধানী দিল্লিতে শিশুকন্যার ধর্ষণের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে দেরি হল কেন? সোমবার পুলিস কমিশনার নিরাজ কুমারকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে তাঁর কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত।

Updated By: Apr 29, 2013, 09:13 PM IST

রাজাধানী দিল্লিতে শিশুকন্যার ধর্ষণের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে দেরি হল কেন? সোমবার পুলিস কমিশনার নিরাজ কুমারকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে তাঁর কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত।
কয়েকদিন আগে রাজধানীতে এক শিশুকন্যাকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত হয় বিহারের দুই যুবক। পাঁচ বছরের শিশুর ধর্ষণের ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ফের প্রতিবাদের পথে নামে দিল্লি। প্রশ্নের মুখে পড়ে দিল্লি পুলিসের ভূমিকাও। অভিযোগ ওঠে, মুখ না খোলার জন্য নির্যাতিতা শিশুটির পরিবারকে ২০০০ টাকা দেন পুলিসের আধিকারিকরা। ঘটনায় অভিযোগ নিতেও অস্বীকার করে পুলিস।
দিল্লির আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি সহ ঘটনার দীর্ঘ সময় পরে সংবাদ মাধ্যমের সামনে আসার জন্য সমালোচার মুখে পড়েন পুলিস কমিশনার নীরাজ কুমার।

.