কংগ্রেস 'অহংকারী', মানুষ জবাব চাইবেই, দিল্লিতে বললেন মোদী

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই জোরদার করতে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে কংগ্রেস। কড়া ব্যবস্থা নিক কমিশন, এমনটাই চাইছে কংগ্রেস নেতারা। তার একদিন পর। দিল্লিতে নির্বাচনী প্রচার সারলেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

Updated By: Nov 30, 2013, 03:29 PM IST

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই জোরদার করতে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে কংগ্রেস। কড়া ব্যবস্থা নিক কমিশন, এমনটাই চাইছে কংগ্রেস নেতারা। তার একদিন পর। দিল্লিতে নির্বাচনী প্রচার সারলেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

নির্বাচনী প্রচারে মোদী বলেন, মানুষ ভোটে রায় দেবে। নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে `মানুষ`কেই গুরুত্ব দেওয়ার পক্ষপাতী মোদী। কংগ্রেস তাঁদের শাসনকালে মানুষকে কী দিয়েছে? তা জানতে চেয়েছেন মোদী। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাঁদের জনহিতকর কাজের খতিয়ান তুলে ধরা উচিৎ বলে জানিয়েছেন মোদী।

কংগ্রেসকে এক হাত নিয়ে মোদী বলেন, "ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং ও মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানরা তাঁদের কাজের খতিয়ান তুলে ধরতে পারবে। কিন্তু দিল্লি বা রাজস্থানের কংগ্রেস কী মানুষকে জবাব দিতে চাইবেন?"

সমাবেশের ভিরের উদ্দেশ্যে মোদী বলেন, "দিল্লিতে বহু বড় নেতারা থাকেন, কিন্তু তাঁরা কেউ আপনাদের জবাব দেবেন না।"

.