১৯৪৫-এর পরে হোলিতে Hottest Day দিল্লিতে

১৯৪৫ সালের ৩১ মার্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Mar 30, 2021, 05:37 PM IST
১৯৪৫-এর পরে হোলিতে Hottest Day দিল্লিতে

নিজস্ব প্রতিবেদন: বসন্তোৎসব। কিন্তু আবহাওয়ায় বসন্তের লেশমাত্র নেই। গরমে হাঁসফাঁস করছেন রাজধানীবাসী। মার্চ মাসের হিসাবে রেকর্ড গরম ছিল দিল্লিতে। ৭৬ বছর পরে এই প্রথম এই সময়ে পারদ  এই মাত্রায় চড়ল।

মৌসম ভবন সূত্রে খবর, সোমবার দিল্লির (delhi) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। ৭৬ বছরে প্রথম বার মার্চের ২৯ তারিখে দিল্লিতে এত গরম পড়ল। ১৯৪৫ সালের ৩১ মার্চ তাপমাত্রা ছিল ৪০-এর বেশি।

আরও পড়ুন: AIIMS-য়ে মঙ্গলবারই bypass Surgery প্রেসিডেন্টের

শহরের তাপমাত্রা নথিভুক্ত করার কেন্দ্র সফদরজঙ্গ অফিস (Safdarjung Observatory) সূত্রে খবর, হোলিতে (holi) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে প্রায় ৮ ডিগ্রি বেশি। মৌসম ভবনের রিজিওনাল হেড কুলদীপ শ্রীবাস্তবের (Kuldeep Srivastava) দাবি, '১৯৪৫ সালের ৩১ মার্চের পরে এটাই মার্চ মাসে দিল্লির সব চেয়ে গরম দিন। সেবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।'

আরও পড়ুন: জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোট গড়ে তুলুন, রাহুলকে স্ট্যালিন

.