করোনায় মৃত ইমামের সেক্রেটারি, ফের বন্ধ হতে পারে জামা মসজিদ!

মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন শাহী ইমামের সেক্রটারি আমানুল্লাহ।

Updated By: Jun 10, 2020, 03:15 PM IST
করোনায় মৃত ইমামের সেক্রেটারি, ফের বন্ধ হতে পারে জামা মসজিদ!

নিজস্ব প্রতিবেদন: ফের বন্ধ হয়ে যেতে পারে দিল্লির জামা মসজিদ। করোনার ভয়াবহ অবস্থার কথা ভেবেই এমন জানিয়েছেন মসজিদের শাহী ইমাম সায়েদ আহমেদ বুখরাই। মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন শাহী ইমামের সেক্রটারি আমানুল্লাহ।
 জুন মায়ের তিন তারিখ আমানুল্লাহর শরীরে করোনাভাইরাসের প্রমাণ মেলে। তারপর সফদারজুং হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে প্রাণ হারিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন বুখরাই। সোশাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া তিনি দেখেছেন তাতে সকলেই মসজিদ বন্ধ রাখার কথা বলছেন। তাই এই সিদ্ধান্তই নিতে চলেছেন তিনি। শাহী ইমাম এ-ও জানিয়েছেন সামান্য কয়েক জনের জন্য নামাজের অনুমতি থাকবে।

আরও পড়ুন: TikTok-এ ভারত সরকারের অ্যাকাউন্ট! চিনবিরোধী নীতি কি তবে 'জুমলা'? উঠছে প্রশ্ন

৮ জুন টানা দুমাসের পর দেশে ধর্মীয় স্থান খুলেছিল। কিন্তু দিল্লিতে করোনার বাড়বাড়ন্ত দেখে মসজিদ বন্ধ রাখার কথাই ভাবছেন জামা মসজিদ কর্তৃপক্ষ। "বাড়িতে থেকেই নামাজ পড়ুন। আমি অন্য় মসজিদদেরও এই কথা সকলকে বলতে বলেছি।", একথাই বলেছেন বুখরাই। যখন আমরা রমজান কিংবা ইদের সময় মসজিদে যাইনি তখন করোনার এই চরম অবস্থাতেও মসজিদ যাওয়ার কোনও মানে হয়না। এমনটাই অভিমত তাঁর।

.