পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট জমা দেওয়ার আজই শেষ দিন

নভেম্বরের ৮ তারিখ রাত আটটা নাগাদ হঠাত্‍ই গোটা দেশের মানুষকে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, ৫০০ এবং হাজার টাকার পুরনো নোট বাতিল সেই দিন রাত ১২টার পর থেকে। এই পুরনো নোট ধীরে ধীরে ব্যাঙ্কে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল সেই দিন। নোট জমা দেওয়ার জন্য সময় ছিল ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর। সেই হিসেবে আজই পুরনো নোট জমা দেওয়ার শেষ দিন।

Updated By: Dec 30, 2016, 10:25 AM IST
পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট জমা দেওয়ার আজই শেষ দিন

ওয়েব ডেস্ক: নভেম্বরের ৮ তারিখ রাত আটটা নাগাদ হঠাত্‍ই গোটা দেশের মানুষকে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, ৫০০ এবং হাজার টাকার পুরনো নোট বাতিল সেই দিন রাত ১২টার পর থেকে। এই পুরনো নোট ধীরে ধীরে ব্যাঙ্কে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল সেই দিন। নোট জমা দেওয়ার জন্য সময় ছিল ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর। সেই হিসেবে আজই পুরনো নোট জমা দেওয়ার শেষ দিন।

আরও পড়ুন অরুণাচল প্রদেশে রাজনৈতিক সঙ্কট, মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে করা হল সাসপেন্ড

প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁকে ৫০ দিন সময় দিতে। দেশের মানুষ সেই সময় তাঁকে দিয়েছেন। ৮ নভেম্বর হিসেব অনুযায়ী দেশে ৫০০ এবং হাজার টাকার নোটের পরিমাণ ছিল ১৫.৪ লক্ষ কোটি টাকা। আজ পর্যন্ত সেই টাকার ৮৬ শতাংশই (১৪ লক্ষ কোটি টাকা) জমা পড়েছে ব্যাঙ্কে।

আরও পড়ুন  নতুন বছরে ১০০-য় পা দিচ্ছে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি টি ইষ্টেট

.