দক্ষিণ কলকাতায় Mamata-র প্রতিদ্বন্দ্বী কংগ্রেসি Nafisa-ই এখন গোয়ায় চাইছেন TMC-কে

গোয়ায় বিধানসভা ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।

Updated By: Oct 10, 2021, 10:16 PM IST
দক্ষিণ কলকাতায় Mamata-র প্রতিদ্বন্দ্বী কংগ্রেসি Nafisa-ই এখন গোয়ায় চাইছেন TMC-কে

নিজস্ব প্রতিবেদন: তখন মমতা বিরোধী নেত্রী। সেই ২০০৪ সালে তাঁর বিরুদ্ধে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন কলকাতার মেয়ে নাফিসা আলি। সেই নাফিসাই এখন গোয়ায় তৃণমূলের সরকার চাইছেন। শনিবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন ও নাফিসার সাক্ষাৎ ঘিরে দানা বেঁধেছে জল্পনা। তাহলে কি তৃণমূলে নাম লেখাতে চলেছেন কংগ্রেসি নাফিসা? 

গোয়ায় বিধানসভা ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সিদ্ধান্তকে স্বাগত ইনস্টাগ্রামে নাফিসা লিখেছেন,''বৈচিত্রপূর্ণ ভারতের জন্য শক্তিশালী নেতৃত্ব দরকার। গোয়ায় তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুশি। গোয়ায় ভবিষ্যৎ ও অগ্রগতির জন্য নেতৃত্ব দরকার।''            

কলকাতাতেই জন্ম ও পড়াশুনো নাফিসা আলির। লা মার্টিনিয়ার পাঠ চুকিয়ে কেমব্রিজে পাড়ি দিয়েছিলেন। কলকাতার রাজনীতির সঙ্গে তাঁর নাম জড়িয়ে। ২০০৪ সালে দক্ষিণ কলকাতায় মমতার বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল কংগ্রেস। সেবার তৃণমূল নেত্রীই ছিলেন দলের একমাত্র সাংসদ। ২০০৯ সালে সমাজবাদী পার্টির টিকিটে লখনউ আসনেও হারেন তিনি। পরে কংগ্রেসে ফিরে যান। ফের কি দলবদল করতে চলেছেন? তার ইঙ্গিত গত কয়েকদিন আগেই দিয়েছিলেন নাফিসা (Nafisa Ali)। ভবানীপুরে মমতা উপনির্বাচন জেতার পর তাঁকে 'বাংলার বাঘিনী' বলেছিলেন। যদিও নাফিসার সঙ্গে সাক্ষাৎকে 'সৌজন্য' বলে দাবি করেছেন ডেরেক। তাঁর কথায়,''সমাজের সব অংশের মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করছি। আগামী দিনে অনেককেই দেখতে পাবেন।''

 আরও পড়ুন- নেতাদের সময়ে আসার অভ্যাস থাকে না, Suvendu-Arjun-কে খোঁচা 'মাস্টারমশাই' Sukanta-র!

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.