অজিত পাওয়ারকে ধন্যবাদ দিলেন মহারাষ্ট্রের দু’বারের মুখ্যমন্ত্রী ফডণবীস
রাত পর্যন্ত এমন পট পরিবতর্নের কোনও লক্ষণ ছিল না। গতকাল কংগ্রেস, শিবসেনা এবং এনসিপির বৈঠক কার্যত চূড়ান্ত হয়ে যায়, সেনা প্রধান উদ্ধব ঠাকরেই হচ্ছেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণের পর এনসিপি বিধায়ক অজিত পাওয়ারকে ধন্যবাদ জানালেন দেবেন্দ্র ফডণবীস। তিনি জানান, স্থায়ী সরকার গড়তে অজিত পাওয়ারের এই সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ। আরও কিছু বিধায়ক সমর্থন জানিয়েছেন বলে দাবি করেন তিনি। বিজেপির নেতৃত্বেই স্থায়ী সরকার গঠন হতে চলেছে মহারাষ্ট্রের। দ্বিতীয় বারের জন্য শপথ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। শনিবার সাত সকালে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন দেবেন্দ্র ফডণবীস। রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি শপথবাক্য পাঠ করান। ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার।
রাত পর্যন্ত এমন পট পরিবতর্নের কোনও লক্ষণ ছিল না। গতকাল কংগ্রেস, শিবসেনা এবং এনসিপির বৈঠক কার্যত চূড়ান্ত হয়ে যায়, সেনা প্রধান উদ্ধব ঠাকরেই হচ্ছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে সব দল সম্মতি দিয়েছে। ছেলে আদিত্যকে নিয়ে বেরিয়ে এসে যদিও এব্যাপারে ভেঙে বলতে চাননি উদ্ধব। শিবসেনা সুপ্রিমো জানান, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।
Maharashtra Chief Minister, Devendra Fadnavis: I would like to express my gratitude to NCP's Ajit Pawar ji, he took this decision to give a stable government to Maharashtra & come together with BJP. Some other leaders also came with us and we staked claim to form government. pic.twitter.com/eq1v9syg8z
— ANI (@ANI) November 23, 2019
গতকাল রাতেও শরদ পাওয়ার জানিয়েছিলেন, তিন দল সহমতে পৌঁছেছে। উদ্ধব ঠাকরেই হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু বারো ঘণ্টা না কাটতেই রাজনীতিতে এমন পট পরিবর্তন নজিরবিহীন। সকালেই দেখা গেল এনসিপি বিধায়ক তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নিতে। এনসিপির হাত ধরেই বিজেপি রাতারাতি সরকার গড়ার প্রস্তাব রাজ্যপালের কাছে রাখে। তবে, এনসিপির পুরোপুরি সমর্থন নাকি কিছু বিধায়ক ভাঙিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মহারাষ্ট্রের কৃষকদের দুর্দশা নিয়ে কথা হয় তাঁদের। কিন্তু ওই বৈঠকই বিজেপির সঙ্গে গাঁটছড়ার জল্পনা আরও উস্কে দিয়েছিল। শরদ পাওয়ারের এই পদক্ষেপে তীব্র বিরোধিতা জানিয়েছিল কংগ্রেসের একাংশ। এমনও খবর প্রকাশিত হয়, শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি করার অফার দেওয়া হয়েছে বিজেপির তরফে। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের অভিযোগ, বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছে এনসিপি। এ দিন অজিত পাওয়ারের শপথ গ্রহণে জল্পনা আরও উস্কে দিল