তোমাদের মাস্ক কোথায়? মাস্কহীন পর্যটকদের লাঠির বাড়ি দিয়ে পুলিসি প্রচারে ছোট্ট অমিত

পর্যটকদের সঙ্গে স্থানীয় এক শিশুর এমন আচরনে প্রশংসায় পঞ্চমুখ পুলিস প্রশাসন। 

Updated By: Jul 8, 2021, 09:37 PM IST
তোমাদের মাস্ক কোথায়? মাস্কহীন পর্যটকদের লাঠির বাড়ি দিয়ে পুলিসি প্রচারে ছোট্ট অমিত

নিজস্ব প্রতিবেদন: 'মাস্ক পরেননি কেন?', 'তোমাদের মাস্ক কোথায়?' উত্তর না পেয়ে মাস্ক না পরা ব্যক্তিদের পিছনে লাঠির আঘাত। পর্যটকদের সঙ্গে স্থানীয় এক শিশুর এমন আচরনে প্রশংসায় পঞ্চমুখ পুলিস প্রশাসন। কে বলেছে শিশুরা অবুঝ হয়? ভাইরাল হওয়া ভিডিও কিন্তু তা বলছে না। 

ধর্মশালা বাজারের ভিড়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে শিশুটি। হাতে তার মস্ত বড় একটা লাঠি। মুখে মাস্ক। শিশুটির নাম অমিত। 

 

পথচলতি মানুষদের মাস্ক পড়ার কথা বলছে ছোট্ট শিশুটি।  অদ্ভুত বিষয়, ওই এলাকায় মানুষের ভিড়। ছোট্ট শিশুটির কথা নিতান্ত অবাঞ্চিত বলেই মনে করছেন তারা। কেউ কেউ মাথায় হাত বুলিয়ে চলে যাচ্ছেন, কেউ আবার মিচকে হাসছেন। কিন্তু শিশুটি যে কত দামি পরামর্শ দিচ্ছে, তাতে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না পথচলতি মানুষ। 

অমিতের উদাহরণ তুলে ধরে সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার আবেদন জানাবে প্রশাসন। 

কে এই ছোট্ট অমিত?

দরিদ্র পরিবারের সন্তান অমিত। বাজারে ঘুরে বেলুন বিক্রি করে সে। সেই টাকা দিয়ে সংসার চলে তাদের। প্রশাসনিক দায়িত্ব পালন করেছে অমিত।  তার জন্য তাকে উপহার দিয়েছেন পুলিস কর্মীরা।

.