নিজস্ব প্রতিবেদন: মহিলাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। কোনও ধর্ষককে এমন বলা হয়নি যে আপনি নির্যাতিতাকে বিয়ে করুন। বরং তার কাছে জানতে চাওয়া হয় তিনি নির্যাতিতা কিশোরীকে বিয়ে করতে চান কিনা। বিয়ে করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। সোমবার এমনটাই জানাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্ব বেঞ্চ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাংলার নারীরা সবচেয়ে সুরক্ষিত : Mamata, কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে পাচার চলছে : Locket


গত ১ মার্চ এক মামলায় ওই মন্তব্য করার প্রধান বিচারপতি বিরুদ্ধে সরব হয় দেশের একাধিক নারী সংগঠন।  ওই মামলায়, ধর্ষণের শিকার এক মহিলা সুপ্রিম কোর্টে(Supreme Court) গর্ভপাতের আবেদন করেন। ওই মামলার কথা টেনে  সুপ্রিম কোর্টের বেঞ্চ আজ মন্তব্য করে, গতবার কোনও ভাবেই ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে বলা হয়নি যে আপনি নির্যাতিতাকে বিয়ে করুন। যে কোনও মহিলার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। 


আরও পড়ুন-স্ত্রী TMC প্রার্থী, স্বামীকে হাওড়া পুলিস সুপার (গ্রামীণ) পদ থেকে সরাচ্ছে কমিশন


উল্লেখ্য, ওই মামলায় প্রধানবিচারপতির(SA Bobde) নেতৃত্বে বেঞ্চে অভিযুক্তকে প্রশ্ন করে, 'আপনি কি নির্যাতিতাকে বিয়ে করতে চান? যদি বিয়ে করতে চান তাহলে আমরা এনিয়ে ভাবতে পারি। তা না হলে আপনাকে জেলে যেতে হবে। তবে আপনাকে বিয়ে করার জন্য জোর করছি না।' বেঞ্চের ওই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় দেশজুড়ে।