Petrol Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য ধরলে লিটারে ডিজেলের দাম কত, হিসেব করলে চমকে যাবেন

ভারতকেও তার প্রয়োজনীয় তেলের ৮৫ শতাংশ আমদানি করতে হয় বিদেশ থেকে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Updated By: Mar 8, 2022, 09:17 PM IST
Petrol Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য ধরলে লিটারে ডিজেলের দাম কত, হিসেব করলে চমকে যাবেন

নিজস্ব প্রতিবেদন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম বাড়ছে হুহু করে। ইউরোপে তেলের প্রায় এক তৃতীয়াংশ সরবারহ করে রাশিয়া। গ্যাসের ক্ষেত্রে ইউরোপ অনেকটাই নির্ভরশীল রাশিয়ার উপরে। আর ভারতকেও তার প্রয়োজনীয় তেলের ৮৫ শতাংশ আমদানি করতে হয় বিদেশ থেকে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

মঙ্গলবার অর্থমন্ত্রী বলেন, ভারতের অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যথেষ্টই প্রভাব ফেলবে। ওই চ্যালেঞ্জ আমরা কতটা নিতে তৈরি তা ভেবে দেখার বিষয়। তেলের জন্য বিকল্প রাস্তা সরকার খোঁজার চেষ্টা করেছে বলেও জানান সীতারমন। 

বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি ধরতে হয় তা হলে আজ ভারতে পেট্রোলের দাম হতে পারে ১৫১.৭৮ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম পার করে দেবে ১১০ টাকা।

কীভাবে?

আন্তর্জাতিক বাজারে এখন এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১৩০ মার্কিন ডলার। 

মার্কিন ডলার ও টাকার বিনিময় মূল্য এখন ৭৬.৯৬ টাকা।

ভারতীয় মূদ্রায় এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০,০০৫ টাকা।

এক ব্যারেলে থাকে ১৫৯ লিটার অপরিশোধিত তেল। 

তাহলে এক লিটার অপরিশোধিত তেলের দাম পড়ছে ৬২.৯২ টাকা। 

অপরিশোধিত তেল বহন, শোধনাগারে তেল শোধন, শোধনাগারের লাভ, তেল কোম্পানির লাভ ও বহন মিলিয়ে লিটারে খরচ লিটারে ১০.২২ টাকা।

পাম্পে পাঠানোর আগে এক লিটার তেলের দাম পড়ছে ৭৩.১৪ টাকা।

এবার এক্সাইজ ডিউটি, রোড সেস পড়বে লিটারে ২১.৮ টাকা।

পাম্পের কমিশন লিটারে ২.৬ টাকা।

সবেমিলিয়ে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়াল লিটারপিছু ৯৭.৭৪ টাকা। ডিজেলের ক্ষেত্রে এর সঙ্গে যোগ হবে লিটারে ১২.৬৫ টাকা ভ্যাট।

অর্থাত্ ডিজেলের দাম দাঁড়াল ১১০.৩৯ টাকা প্রতি লিটার। 

এর সঙ্গে তুলনা করে যাক আজ কলকাতায় ডিজেলের দাম। মঙ্গলবার কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম ছিল ৮৯.৭৯ টাকা প্রতি লিটার।

আরও পড়ুন-বিধানসভায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভের জের, স্পিকারকে ডেকে পাঠালেন ধনখড়  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.