প্রতিমাসে ৪০-৫০ পয়সা বাড়বে ডিজেলের দাম
আর্থিক ক্ষতির বোঝা পুরোপুরি না কমা অবধি প্রতি মাসে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, নতুন নির্দেশ না আসা পর্যন্ত দেশের তেল সংস্থাগুলি প্রতি মাসে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়াতে পারবে। বর্তমানে প্রতি লিটারের ১০ টাকা ৮০ পয়সা ক্ষতি রেখে ডিজেল বিক্রি করা হয়।
আর্থিক ক্ষতির বোঝা পুরোপুরি না কমা অবধি প্রতি মাসে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, নতুন নির্দেশ না আসা পর্যন্ত দেশের তেল সংস্থাগুলি প্রতি মাসে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়াতে পারবে। বর্তমানে প্রতি লিটারের ১০ টাকা ৮০ পয়সা ক্ষতি রেখে ডিজেল বিক্রি করা হয়।
গত মাসের ১৭ তারিখ কেন্দ্রীয় সরকার ডিজেলের মূল্য আংশিক ভাবে বিনিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়। এর সঙ্গেই যতদিন না পর্যন্ত রাজ্য অধীনস্থ তেল সংস্থাগুলি নিজেদের আর্থিক ক্ষতি পূরণ করছে ততদিন অবধি তারা স্বাধীনভাবে মাসিক স্বল্প হারে ডিজেলের দাম বাড়াতে পারবে বলেও জানানো হয় সরকারের পক্ষ থেকে।
জানুয়ারির ১৭ তারিখেই ডিজেলের দাম একদফা বাড়ানো হয়েছে। স্থানীয় ভ্যাট যোগ করার পর বর্তমানে কলকাতায় ডিজেলের দাম ৫১টাকা ৫০ পয়সা।