গুজরাটের বালানিসোরে মাটি খুঁড়তেই বেরিয়ে এল ডাইনোসরের ডিম!

ডিমটিকে পাঠানো হবে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে। সেখানকার বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন সেটি আদৌ ডাইনোসরের ডিম কিনা

Updated By: Jan 22, 2018, 04:38 PM IST
গুজরাটের বালানিসোরে মাটি খুঁড়তেই বেরিয়ে এল ডাইনোসরের ডিম!
ছবি-প্রতীকি

নিজস্ব প্রতিবেদন: গুজরাটের মহিসাগর জেলার বালাসিনোরের খ্যাতি ডাইনোসর আঁতুরঘর হিসেবে। অতীতে এখানে পাওয়া গিয়েছে ডাইনোসরের জীবাশ্ম। এবার সেখানেই মিলল ডাইনোসরের ডিম।

শনিবার বালাসিনোরের মুওয়াদা গ্রামে চাষিরা খোঁড়াখুড়ির সময়ে একটি ডিমের(!) জীবাশ্ম খুঁজে পান। এটিকে ডাইনোসরের ডিম(!) বলেই মনে করা হচ্ছে।
তবে খোঁড়াখুড়ির পর ডিমের জীবাশ্মটি খানিকটা ক্ষতিগ্রস্থ হয়েছে। সেটিকে আপাতত স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। ডিমটিকে পাঠানো হবে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে। সেখানকার বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন সেটি আদৌ ডাইনোসরের ডিম কিনা।
আরও পড়ুন-দমদমের গোরাবাজারের বিধ্বংসী আগুনে মৃত ২

বালাসিনোরে একটি ফসিল পার্ক রয়েছে। সেটির দায়িত্বে রয়েছে বালানিসোরের রাজপরিবার। রাজপরিবারের উত্তরাধিকারি আলিয়া সুলাতানা বাবি সংবাদ মাধ্যমে বলেন, শনিবার স্থানীয় লোকজন ঘর তৈরির জন্য মাটি খুঁড়ছিল। তখনই ওই ডিমটি পাওয়া ‌যায়। সম্ভবত ওটি কোনও ডাইনোসরেরই ডিম।

উল্লেখ্য, বালানিসোরের ফসিল পার্কে রয়েছে ডাইনোসরের ফসিল। মনে করা হচ্ছে, ৬৫ মিলিয়ন বছর আগে নর্মদা উপত্যকায় বিশালাকৃতি ডাইনোসরদের বসবাস ছিল।

.