Doctor Shot Dead: হাড়হিম দিল্লি‌! হাসপাতালের মধ্যেই 'অন ডিউটি' ডাক্তারকে গুলি করে খুন...

Delhi: আহত অবস্থায় বুধবার রাতে ১৬ থেকে ১৭ বয়সী দুই কিশোর আসে হাসপাতালে। ড্রেসিংয়ের পর চিকিত্‍সকের সঙ্গে দেখা করবেন বলে জানায় তারা। সেই অনুমতি দেওয়ার আগেই তারা চিকিত্‍সকের কেবিনে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিত্‍সকের।

Updated By: Oct 3, 2024, 10:42 AM IST
Doctor Shot Dead: হাড়হিম দিল্লি‌! হাসপাতালের মধ্যেই 'অন ডিউটি' ডাক্তারকে গুলি করে খুন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে কর্তব্যরত এক চিকিত্‍সককে গুলি করে খুন করে দুই কিশোর। ভয়ংকর এই ঘটনা ঘটেছে রাজধানী দিল্লির বুকে। জানা গিয়েছে, দিল্লির জৈতপুর এলাকার নিমা হাসপাতালে ঘটনাটি ঘটে গতকাল রাতে। মৃত চিকিত্‍সকের নাম জাভেদ আখতার(৫৫)।

হাসপাতালের কর্মচারীরা জানান, আহত অবস্থায় তারা আসে। চিকিত্‍সার পর তারা ডাক্তারের সঙ্গে দেখা করবে বলে জানায়। সেই অনুমতি দেওয়ার আগেই তারা চিকিত্‍সকের কেবিনে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিত্‍সকের। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে অভিযুক্ত দুই কিশোরের বয়স ১৬ থেকে ১৭ বছর।

নিহত ডাক্তার ছিলেন একজন আয়ুর্বেদের ডাক্তার। জানা গিয়েছে, অভিযুক্ত দুই নাবালকের মধ্যে যার পায়ে চোট ছিল তারই ড্রেসিং করেন তিনি। তারপর তারা হাসপাতালের কর্মীদের জানিয়েছিল যে তারা ওই চিকিত্‍সকের সঙ্গে দেখা করে প্রেসক্রিকশন চাইবে। সেই সূত্রেই তারা জাভেদের কেবিনে যায়। কিন্তু তারপরেই গুলি চালানোর বিকট আওয়াজ শুনতে পায় হাসপাতালের কর্মীরা। তত্‍ক্ষণাত্‍ সকলে ছুটে যায় চিকিত্‍সকের কেবিনে। সেখানে গিয়ে সবাই দেখে চিকিত্‍সকের মাথায় গুলি করা হয়েছে। এবং তিনি মুখ থুবড়ে পড়ে আছেন।

আরও পড়ুন:Bihar Flood: বন্যায় ত্রাণ বিলোতে গিয়ে জলেই ক্র্যাশ করল বায়ুসেনার হেলিকপ্টার! মারাত্মক...

সবাই আসার আগেই দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতোমধ্যেই দিল্লি পুলিস তদন্ত শুরু করে দিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ওই দুই কিশোর একদিন আগে হাসপাতালে রেইকি করে গিয়েছিল বলে পুলিস জানতে পেরেছে। পুলিসে প্রাথমিক ধারণা যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই খুন করা হয়েছে। মনে করা হচ্ছে, "টার্গেট কিলিং" করা হয়েছে।

ঘটনাচক্রে এই খুনের ঘটনা এখন দিল্লির বিধানসভা নির্বাচনের মুখে আম আদমি পার্টির হাতে বড়সড় অস্ত্র তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে। কারণ দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে দিল্লির পুলিসের হাতে রয়েছে সেই পুলিস রয়েছে অমিত শাহের দফতরের অধীনে। আর তাই, আপ এই ঘটনাকে সামনে রেখে প্রশ্ন তুলেছে, দিল্লিতে চিকিত্‍সকদের নিরাপত্তা কোথায়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.