অস্ত্রপচার করে মহিলার পেট থেকে ১৫২টি পেরেক পেলেন চিকিত্‍সকরা

Updated By: Aug 8, 2014, 07:18 PM IST
অস্ত্রপচার করে মহিলার পেট থেকে ১৫২টি পেরেক পেলেন চিকিত্‍সকরা

পরিবারের লোকজন ভেবেছিলেন কোনও কালা জাদু ভর করেছে তাঁর ওপর। আসলে কিছু ধাতব বস্তু গিলে ফেলেছিলেন তিনি। আর তার ফলেই অদ্ভুত আচরণ করতে থাকেন ৩৫ বছরের ওই মহিলা।

অবশেষে হাসপাতালে এক্স রে করে চিকিত্‍সকরা দেখতে পান অন্তত ১৫২টি ধাতব বস্তু রয়েছে তাঁর পেটে। পেলভিকের হাড়ের কাছে ঝুলে ছিল সেগুলো। মোট ৯৬টি ছোট পেরেক, ২৩টি বড় পেরেক, স্ক্রু, কয়েন, চুলের ধাতব পিন ও একটি চাবির ছবি আসে এক্স রেতে।

পেটে ব্যাথা ও নিশ্বাসে কষ্ট নিয়ে রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তাল্পতা ও অপুষ্টির চিহ্ন স্পষ্ট ছিল তাঁর শরীরে। অস্ত্রপচারের আগে ক্রমাগত রক্ত, রক্তজাত দ্রব্য, প্রোটিন ও অন্যান্য পুষ্টির ওষুধ দিয়ে স্বাভাবিক অবস্থায় আনা হয় তাঁকে। অবশেষে ৯০ মিনিটের অস্ত্রপচারে চিকিত্‍সকরা বের করে আনেন বস্তুগুলি।  

বহুবছর ধরে তাঁর অদ্ভুত আচরণের জন্য তাঁকে মন্দিরে নিয়ে গিয়েছে তাঁর পরিবার। গত ৫ বছর ধরে মানসিক চিকিত্‍সাও চলছিল তাঁর।

 

.