ডোকলা ইস্যুতে মুখ খুলেই নাম না করে চিনকে খোঁচা দলাই লামার
ওয়েব ডেস্ক: "ডোকলার সঙ্কট এমন কিছু বড় বিষয় নয়", মন্তব্য দলাই লামার। তিব্বতিদের 'শীর্ষ ধর্মীয় নেতা' মনে করিয়ে দিলেন, "ভারত এবং চিনকে পাশাপাশিই থাকতে হবে, সুতরাং বিরোধ মিটিয়ে নেওয়াই ভাল"। আরও পড়ুন- ডোকালা থেকে ভারত সেনা না সরালে সামরিক অভিযান অবশ্যম্ভাবী : চিনা সংবাদপত্র
তবে, এর পাশাপাশি চিনকে কটাক্ষ করতেও ছাড়েননি বৌদ্ধ ধর্মগুরু। "যে দেশে স্বাধীনতা নেই, সে দেশকে তিনি পছন্দ করেন না", নাম না করে ড্রাগনের দেশকে এই সুরেই কটাক্ষ করলেন দলাই লামা। পাল্টা ভারতে নাগরিক স্বাধীনতার প্রশংসা করে তিনি বলেন, "এই দেশে স্বাধীনতা রয়েছে, এখানে তিনি স্বাধীন ভাবে কাজ করতে পারেন এবং মত প্রকাশ করতে পারেন"। আরও একধাপ এগিয়ে চিন এবং ভারতের মধ্যে বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শও দেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। ভারত এবং চিন উভয় দেশের জন্যই সাফ বার্তা দলাই লামার, "হিন্দি-চিনি ভাই ভাই, এটাই একমাত্র পথ"। এর সঙ্গে সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখার জন্যও দুই দেশের কাছে আর্জি জানিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু লামা।
'Hindi-Chini- Bhai Bhai' only way: Dalai Lama on Indo-China #DoklamStandoff crisis
Read @ANI story -> https://t.co/7JFbs0ma6d pic.twitter.com/fnqbaSVAKZ
— ANI Digital (@ani_digital) August 9, 2017