গাছ কেন খেয়েছ? জেল খাটতে হল গাধার দলকে, বিশ্বাস না হলে দেখুন

জোর খিদে পেয়েছিল। তাই খেয়েছে। অপরাধ নাকি এটাই। তাতেই জেলে কাটাতে হল ৪ দিন।

Updated By: Nov 27, 2017, 10:24 PM IST
গাছ কেন খেয়েছ? জেল খাটতে হল গাধার দলকে, বিশ্বাস না হলে দেখুন

নিজস্ব প্রতিবেদন : জোর খিদে পেয়েছিল। তাই খেয়েছে। অপরাধ নাকি এটাই। তাতেই জেলে কাটাতে হল ৪ দিন।

না, কোনও মানুষের কীর্তি নয়। বাহারি গাছ খাওয়ায় একদল গাধাকে এভাবেই খাটতে হল জেল। অবাক লাগছে শুনতে? কিন্তু, উত্তরপ্রদেশের জলায়ুঁতে এবার এমনই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন : ধর্মেন্দ্রপুত্র ববি দেওলকে দেখলে চিনতে পারবেন তো!

জানা যাচ্ছে, জলায়ুঁর উরাই জেলা কারাগারের বাইরে রয়েছে একাধিক বাহারি গাছ। লোভ সামলাতে না পেরে তাই খেয়ে ফেলেছিল একদল গাধা। আর তাতেই রেগেই আগুন সেখানকার জেলার। বাহারি গাছ খাওয়ায় একপাল গাধাকে তত্‍ক্ষণাত জেলে পুরে দেন। এরপর কি হল জানেন?

আরও পড়ুন : রিসেপশনে ঝলমলিয়ে উঠলেন জাহির খান-সাগরিকা ঘাটগে 

পর পর ৪ দিন জেলে কাটানোর পর খবর পাঠানো হয় গাধার মালিকের কাছে। উপায়ন্তর না দেখে, গাধার মালিক দ্বারস্থ হন স্থানীয় থানার দারোগার। এরপর সেই দারোগাই জেলারকে বোঝাতে শুরু করেন। এভাবে বিনা বিচারে কাউকে জেলে রাখা যায় না বলেই জেলারকে বোঝান দারোগা। তারপরই মুক্তি পায় গাধার পাল। তাহলে এমন শুনেছেন কখনও? খিদের চোটে গাছ খেয়ে ফেলায় জেলে থাকতে হল গাধার পালকে।

দেখুন জেল থেকে বেরোচ্ছে একদল গাধা..

 

.