মার্চের শেষে সত্যি ক'দিন ব্যাঙ্ক বন্ধ, জেনে নিন

মার্চের শেষে এপ্রিলের শুরুতে কদিন ব্যাঙ্ক বন্ধ? বিভ্রান্তি কাটাতে বিবৃতি জারি করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারর্স কনফেডারেশন। আর তাঁদের বিবৃতি অনুসারে মোটেও টানা বন্ধ থাকছে না ব্যাঙ্ক। 

Updated By: Mar 27, 2018, 09:33 PM IST
মার্চের শেষে সত্যি ক'দিন ব্যাঙ্ক বন্ধ, জেনে নিন

ওয়েব ডেস্ক: মার্চের শেষে এপ্রিলের শুরুতে কদিন ব্যাঙ্ক বন্ধ? বিভ্রান্তি কাটাতে বিবৃতি জারি করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারর্স কনফেডারেশন। আর তাঁদের বিবৃতি অনুসারে মোটেও টানা বন্ধ থাকছে না ব্যাঙ্ক। 

ব্যাঙ্ক আধিকারিকদের সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। শনিবার যথারীতি ব্যাঙ্কে কাজকর্ম হবে। রবিবার ১ এপ্রিল ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি। ২ এপ্রিল ব্যাঙ্কের বাত্সরিক হিসাব সংক্রান্ত কাজকর্মের জন্য গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে। 

দিল্লিতে দেখা হল শামি - হাসিনের, সাক্ষাতেও মিলল না সমঝোতার চাবি

এপ্রিলের ১ ও ২ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম পরিষেবায় তার প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষে। ফলে মাস পয়লায় টাকা নগদ লক্ষ্মীকে হাতে পেতে কোনও সমস্যা নেই। 

.