Drone Shot Down: কাঠুয়া সীমান্তে গুলি করে ড্রোন নামাল পুলিস, উদ্ধার বিপুল অস্ত্র
কাঠুয়ায় এসএসপি আর সি কোতওয়াল সংবাদমাধ্যমে বলেন, রুটিন তল্লাশিতে নেমেছিল রাজাবর পুলিস। তখনই ওই ড্রোনের দেখা মেলে
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের দিকে থেকে আসা একটি ড্রোনকে গুলি করে নামাল পুলিস।
রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভেঙে পড়া ওই ড্রোন থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ড ড্রোনটি থেকে ৭টি ম্যাগনেটিক বোমা ও ৭টি গ্রেনেড উদ্ধার করে। জম্মু এডিজি জানিয়েছেন, গুলি করার পর ড্রোনটি এসে পড়ে সীমান্তের তাল্লা হারিয়া চক এলাকায়।
কাঠুয়ায় এসএসপি আর সি কোতওয়াল সংবাদমাধ্যমে বলেন, রুটিন তল্লাশিতে নেমেছিল রাজাবর পুলিস। তখনই ওই ড্রোনের দেখা মেলে। সেটিকে গুলি করে নামানো হয়। ড্রোনটি থেকে উদ্ধার হয়েছে ৭টি ম্য়াগনেটিক বোমা ও ৭টি গ্রেনেড।
অমরনাথ যাত্রার আগে সীমান্তে তল্লাশি বৃদ্ধি করেছে পুলিস ও সেনা। তার জেরেই ওই ড্রেনের সন্ধান মিলল। এমনটাই মনে করছে জেলা প্রশাসন।
আরও পড়ুন-পাইলটের ফোন ট্র্যাক করে পাওয়া গেল সূত্র, খোঁজ মিলল নেপালের নিখোঁজ বিমানের