মোদি ম্যাজিকে আস্থা রেখে সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার

মোদি ম্যাজিকে আস্থা রেখে আজও চাঙ্গা শেয়ার বাজার। গত এগারো মাসে রেকর্ড বাড়ল টাকার দাম। আজ দিনের শুরুতে টাকার দাম হল আটান্ন টাকা সাতচল্লিশ পয়সা। শুক্রবারই পঞ্চাশ পয়সা বেড়ে রেকর্ড আটান্ন টাকা উনআশি পয়সায় দাঁড়ায়। আজও সেই ধারাই অব্যাহত রইল। দিনের শুরু থেকে চাঙ্গা শেয়ার সূচক, সেনসেক্স , নিফটি। বাজার খুলতেই সেনসেক্স বাড়ল দুশ ছিয়াত্তর পয়েন্ট। নিফটি বাড়ল পয়ষট্টি পয়েন্টের বেশি। ব্যাঙ্কিং, পিএসইউ, ক্যাপিটাল গুডসে র শেয়ারের দাম বাড়ছে আজও।

Updated By: May 19, 2014, 02:02 PM IST

মোদি ম্যাজিকে আস্থা রেখে আজও চাঙ্গা শেয়ার বাজার। গত এগারো মাসে রেকর্ড বাড়ল টাকার দাম। আজ দিনের শুরুতে টাকার দাম হল আটান্ন টাকা সাতচল্লিশ পয়সা। শুক্রবারই পঞ্চাশ পয়সা বেড়ে রেকর্ড আটান্ন টাকা উনআশি পয়সায় দাঁড়ায়। আজও সেই ধারাই অব্যাহত রইল। দিনের শুরু থেকে চাঙ্গা শেয়ার সূচক, সেনসেক্স , নিফটি। বাজার খুলতেই সেনসেক্স বাড়ল দুশ ছিয়াত্তর পয়েন্ট। নিফটি বাড়ল পয়ষট্টি পয়েন্টের বেশি। ব্যাঙ্কিং, পিএসইউ, ক্যাপিটাল গুডসে র শেয়ারের দাম বাড়ছে আজও।

নরেন্দ্র মোদীর বিপুল জয়কে স্বাগত জানিয়েছিল শেয়ার বাজারও। রেকর্ড উত্থানের পর সপ্তাহের শেষে সেনসেক্স সূচক পৌছায় পঁচিশ হাজারে। নিফটি পেড়িয়ে গেল সাড়ে সাত হাজারের বেঞ্চ মার্ক। মোদী হাওয়ায় ভর করে বাজার চাঙ্গা হওয়ার ইঙ্গিত মিলছিল সপ্তাহের শুরু থেকেই।

তবে রাজধানীতে বিজেপিই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তা স্পষ্ট হওয়ার পরেই আরো লাফিয়ে বাড়তে থাকে শেয়ার সূচক। নতুন সরকার আরও সংস্কারের পথে হাঁটবে এই আশায় বেড়েছে বিদ্যুত্ , ব্যাঙ্কিং, পিএসইউ সহ একাধিক ক্ষেত্রের শেয়ারের দাম। ইউপিএ দুইয়ের মতো শরিকি বাধ্যবাধকতায় নীতি পঙ্গুত্বে ভুগতে হবে না নয়া সরকারকে , এমনটাই আশা করছে বণিক মহল।

.