একই লাইনে ৩টি ট্রেন! তবু রক্ষা পেল ভারতীয় রেল
নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য রক্ষা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভারতীয় রেল। একই লাইনে চলছিল দুরন্ত এক্সপ্রেস, হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস এবং মহাবোধি একপ্রেস। এই কারণেই বিপত্তি। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর অনুযায়ী এলাহাবাদের কাছেই ঘটেছে এই ঘটনা। সিগন্যাল সমস্যার কারণেই এই বিপত্তি, প্রাথমিক অনুমানে এমনটাই মনে করছে ভারতীয় রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তবে ঠিক কী কারণে একই সময়ে একই লাইনে তিনটি ট্রেন চলে এল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে রেল।
Major accident averted after Duronto Express,Hatia-Anand Vihar Express and Mahabodhi Express were on the same railway track near Allahabad pic.twitter.com/DuD7JyV5oB
— ANI UP (@ANINewsUP) September 26, 2017