ভূমিকম্প! কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮।

Updated By: Feb 8, 2020, 06:54 PM IST
ভূমিকম্প! কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা

নিজস্ব প্রতিবেদন : একদিন আগেই কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। দুপুর একটা নাগাদ বালি দ্বীপের একাধিক অংশে কম্পন অনুভূত হয়েছিল। ভয়ে, আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন বাসিন্দারা। তবে সুনামি সতর্কতা জারি হয়নি। সমুদ্রের ৬৩৬ মিটার নিচে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তেমন কোনও বড় ক্ষয়-ক্ষতির খবরও মেলেনি।  এবার ভূমিকম্প আসামে। সন্ধ্যে ছটা বেজে কুড়ি মিনিট নাগাদ আসামের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুন-  ধর্মীয় অনুষ্ঠানে বাজির স্তূপে বিস্ফোরণ, তরনতারনে মৃত বহু

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। বঙ্গাইগাঁওয়ের ৩৫ কিমি  দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও কম্ন অনুভূত হয়েছে। শিলিগুড়ি, কোহবিচার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো একাধিক জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গত বছর নভেম্বরেও আসামের গুয়াহাটিতে কম্ন অনুভূত হয়েছিল। মেঘালয়, নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গাতে কম্পন অনুভূত হয়েছিল। সেবার এপিসেন্টার ছিল গুয়াহাটিতে থেকে ৫৫ কিমি দূরে। এবার এপিসেন্টার ছিল ভূতলের ১০ কিমি গভীরে। 

.