ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড। কম্পনের উত্‍সস্থল কেদারনাথের চামুলির ১০ কিলোমিটার গভীরে।

Updated By: Jun 3, 2015, 05:55 PM IST
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড

ওয়েব ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড। কম্পনের উত্‍সস্থল কেদারনাথের চামুলির ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১।  আজ বিকাল ৪টে ৫৮ মিনিট ২৩ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

স্বল্প মাত্রার কম্পন হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরাখণ্ডে। কোথাও কোনও ক্ষয়ক্ষতির কথা শোনা যায়নি। গতকাল রাতে অসমেও মৃদুমাত্রার কম্পন হয়েছিল। কম্পনের মাত্রা ছিল ৩.৯।

এদিকে ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির পর স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপাল।

(বিস্তারিত খবর কিছু পরে)

.