ফের ভূমিকম্প, সাত সকালে এক ঝটকায় কেঁপে উঠল হিমাচল
ওয়েব ডেস্ক : ফের ভূমিকম্প। এবার ভূমিকম্পের জেরে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা। বুধবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত, ভূমিকম্পের জেরে ক্ষয় ক্ষতির কিছু জানা যায়নি।
Earthquake of magnitude 3.5 occurred in Himachal Pradesh's Chamba at 08:53 am. pic.twitter.com/1dmyA9bDzR
— ANI (@ANI) August 16, 2017
গত ১১ অগাস্ট ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে আন্দামান। ওইদিন সকাল ৯টা নাগাদ আচমকাই কেঁপে ওঠে আন্দামানের বেশ কিছু অংশ। ওইদিন আন্দামানে কম্পনের মাত্রা ৫ হলেও, ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাত সকালে আচমকাই ভূমিকম্পের জেরে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন মানুষ। এবং, ঘর ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়তে শুরু করেন।
প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসেও ৫.৯ মাত্রার ভূমিকম্পে একবার কেঁপে ওঠে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ।