'বাজে খাবার' অভিযোগ জানাতেই গরম তেল ছুড়ে মারলেন দোকান মালিক
কড়াই থেকে জগে করে গরম তেল তুলে দোকান মালিক ছুড়ে মারেন ক্রেতার দিকে।
নিজস্ব প্রতিবেদন : খাবার পছন্দ হয়নি। খাবারের গুণগত মান নিয়ে তাই দোকান মালিকের কাছে অভিযোগ জানিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু তারপর যে এমন বীভত্স কিছু ঘটতে চলেছে, তা বোধহয় তিনি ঘুণাক্ষরেও ভাবেননি। কথা কাটাকাটির সময় ওই ব্যক্তির গায়ে গরম তেল ছুড়ে মারলেন দোকান মালিক। গোটা ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ফুটেজে।
৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দোকান মালিকের কাছে খাবার নিয়ে অভিযোগ জানাচ্ছেন এক ব্যক্তি। উত্তপ্ত কথোপকথনের মাঝেই হাতে থাকা খাবার দোকান মালিকের দিকে ছুড়ে দেন ওই ব্যক্তি। তারপর তিনি বেরিয়ে যান দোকান থেকে। এরপরই ক্রুদ্ধ দোকান মালিক দৌড়ে গিয়ে টেবিল থেকে একটা জগ নিয়ে আসেন। তারপর জগে করে কড়াই থেকে গরম তেল তুলে ছুড়ে মারেন ওই ব্যক্তির দিকে। আশপাশের লোকজন তাঁকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তারমধ্যেই বেশ কয়েকবার ফুটন্ত তেল ছুড়ে মারেন তিনি।
এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন ক্রেতা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উলহাসনগরে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
#WATCH:Owner of a roadside eatery threw hot oil on a customer who complained about the food served, in Maharashtra's Ulhasnagar. 2 arrested pic.twitter.com/ypsfVKHRGn
— ANI (@ANI) November 9, 2017
আরও পড়ুন, 'আমি শুধু গলা চিরে দিয়েছি', প্রদ্যুম্ন খুনে স্বীকারোক্তি অভিযুক্ত ছাত্রের