Assembly Election 2022: উত্তরপ্রদেশ ৭, মণিপুর ২, গোয়া-উত্তরাখণ্ড-পঞ্জাবে ১ দফায় ভোট; ১০ মার্চ ফলাফল

১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, পদযাত্রা, সাইকেল ব়্যালি করা যাবে না: নির্বাচন কমিশন

Updated By: Jan 8, 2022, 07:10 PM IST
Assembly Election 2022: উত্তরপ্রদেশ ৭, মণিপুর ২, গোয়া-উত্তরাখণ্ড-পঞ্জাবে ১ দফায় ভোট; ১০ মার্চ ফলাফল

# উত্তরপ্রদেশে সাত দফায় ভোট। মণিপুরে ২ দফায় ভোট। গোয়া, পঞ্জাব এবং উত্তরাখণ্ডে এক দফায় ভোট। ফলাফল ঘোষণা ১০ মার্চ: নির্বাচন কমিশন

# ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট:

প্রথম দফা (১০ ফেব্রুয়ারি): উত্তরপ্রদেশ ।

দ্বিতীয় দফা (১৪ ফেব্রুয়ারি): উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া 

তৃতীয় দফা (২০ ফেব্রুয়ারি): উত্তরপ্রদেশ

চতুর্থ দফা (২৩ ফেব্রুয়ারি): উত্তরপ্রদেশ

পঞ্চম দফা (২৭ ফেব্রুয়ারি): উত্তরপ্রদেশ, মণিপুর

ষষ্ঠ দফা (৩ মার্চ): উত্তরপ্রদেশ, মণিপুর

সপ্তম দফা (৭ মার্চ): উত্তরপ্রদেশ

# ৫ রাজ্যে ৭ দফায় ভোট: নির্বাচন কমিশন

#রাজনৈতিক দলগুলোকে ডিজিটাল প্রচারে জোর দেওয়ার পরামর্শ। ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত রোড শো, পদযাত্রা, সাইকেল ব়্যালি, জনসভা করা যাবে না: নির্বাচন কমিশন

#ভোটের সঙ্গে যুক্ত প্রতি ব্যক্তিকে টিকার দুটো ডোজ নিতেই হবে। যাঁরা বুস্টার ডোজ নেওয়া মতো হবেন তাঁদের সেটা প্রয়োজন বুঝে দেওয়া হবে: নির্বাচন কমিশন

# অতিমারির কারণে ৫ রাজ্যেই ১ ঘণ্টা করে বাড়ছে ভোটের সময়: নির্বাচন কমিশন  

# 'সুবিধা অ্যাপ'-এর দ্বার সমস্ত রাজনৈতিক দল অভিযোগ জানাতে পারবে। 'পিডব্লুডি অ্যাপ'-এর দ্বারা সুবিধা পাবেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। আদর্শ আচরণবিধি ভঙ্গ হলে C-Vigil অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে: নির্বাচন কমিশন

#  স্বচ্ছতা বজায় রাখতে ১ লক্ষ পোলিং স্টেশনে ওয়েব-কাস্টিং হবে: নির্বাচন কমিশন

# প্রতিটি EVM-এর সঙ্গে থাকবে VVPAT: নির্বাচন কমিশন

# ৫ রাজ্যে ১৬২০টি মহিলা পরিচালিত পোলিং স্টেশন থাকবে : নির্বাচন কমিশন

# অতিমারির কথা মাথায় রেখে বাড়ছে পোলিং স্টেশনের সংখ্যা। গতবারের তুলনার ১৬ শতাংশ পোলিং স্টেশন বেড়েছে। ১৫০০ বদলে পোলিং স্টেশন প্রতি ১২৫০ জন করে ভোটার থাকবে : নির্বাচন কমিশন 

# সামাজিক দূরত্ব বজায় রাখতে অনলাইনে মনোনয়ন মজা দেওয়ার ব্যবস্থা: নির্বাচন কমিশন

#উত্তরপ্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৪ মে। গোয়া, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং মণিপুর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৫ মার্চ, ২৩ মার্চ, ২৩ মার্চ এবং ১৯ মার্চ: নির্বাচন কমিশন 

#কোভিডকালে নির্বাচন করা চ্যালেঞ্জিং। কোভিড থাকায় ভোটে নতুন গাইডলাইন। কোভিডবিধি মেনে ভোট করানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঝঞ্জাটবিহীন ভোট করানোয় জোর দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন

# পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে নির্বাচনের দিন ঘোষণা। ৫ রাজ্যে ৬৯০ আসনে নির্বাচনের দিন ঘোষণা: নির্বাচন কমিশন 

.