আর্থিক বৃদ্ধির হারে আগামী বছর চিনকেও ছাপিয়ে ‌যাবে ভারত, দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে

মোদী সরকারের আর্থিক সংস্কারের ইতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। রাষ্ট্রসংঘের রিপোর্টে দাবি ২০১৮ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে ৭.২ শতাংশ। ২০১৯ সালে ওই হার গিয়ে দাঁড়াবে ৭.৪ শতাংশে

Updated By: Dec 12, 2017, 09:00 AM IST
আর্থিক বৃদ্ধির হারে আগামী বছর চিনকেও ছাপিয়ে ‌যাবে ভারত, দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে

নিজস্ব প্রতিবেদন: নোট বাতিল বা জিএসটির কোনও প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়বে না। বরং ভারতের আর্থিক বৃদ্ধির হার বেড়ে ২০১৮ সালে হবে ৭.২ শতাংশ। বর্তমানে এই হার হল ৬.৭ শতাংশ। পাশাপাশি, ২০১৯ সালে আর্থিক বৃদ্ধির হার দিয়ে দাঁড়াবে ৭.৪ শতাংশে। এমনটাই জানাচ্ছে রাষ্ট্রসংঘের একটি রির্পোট।

রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট ২০১৮ রিপোর্ট অনু‌যায়ী, “২০১৭ সালের প্রথম দিকে ভারতে আর্থির বৃদ্ধির হার বেশ কম ছিল। তবে নোটবাতিলের মতো পদক্ষেপের পরও ভারতের আর্থিক বৃদ্ধির হার বেশ ইতিবাচকই হবে।” রাষ্ট্রসংঘের দাবি, নোট বাতিল ও জিএসটির মতো আর্থিক  সংস্কারের ফলে দেশে বিনিয়োগ বেড়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে ভারতের আর্থিক বৃদ্ধি ৭.২ শাতংশ হবে বলা হলেও গত মে মাসে রাষ্ট্রসংঘেরই রিপোর্টে বলা হয়েছিল ওই বৃদ্ধির হার হবে ৭.৯ শতাংশ। এবছর চিনের আর্থিক বৃদ্ধির হার হল ৬.৮ শতাংশ। অর্থাৎ ভারতের থেকে সামান্য এগি্যে ছিল চিন। রাষ্ট্রসংঘের ওই রিপোর্টের দাবি আগামী বছর ওই বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ এবং ২০১৯ সালে ওই হার গিয়ে দাঁড়াবে ৬.৩ শতাংশে।

আরও পড়ুন-ম্যানহাটনে বিস্ফোরণ, হত ১

.