দাউদ ইব্রাহিমকে খুব তাড়াতাড়ি ভারতে আনা হবে, আশাবাদী শিন্ডে

আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরানোর চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। দাউদ কোথায় লুকিয়ে আছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে তা জানানো হয়েছে। সুশীল কুমার শিন্ডে জানান, দু দেশের সহযোগিতাতেই ধরার চেষ্টা করা হচ্ছে মোস্ট ওয়ান্টেড আন্ডার ওয়ার্ল্ড ডনকে।

Updated By: Jan 9, 2014, 10:07 AM IST

আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরানোর চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। দাউদ কোথায় লুকিয়ে আছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে তা জানানো হয়েছে। সুশীল কুমার শিন্ডে জানান, দু দেশের সহযোগিতাতেই ধরার চেষ্টা করা হচ্ছে মোস্ট ওয়ান্টেড আন্ডার ওয়ার্ল্ড ডনকে।

১৯৯৩ মুম্বই বোমা বিস্ফোরণের পরই ভারতের `মোস্ট ওয়ান্টেড`-এর তালিকায় উঠে আসে দাউদ ইব্রাহিমের নাম। শোনা যায় পুলিসের হাত থেকে বাঁচতে এরপরই দুবাইয়ে আশ্রয় নেয় দাউদ ইব্রাহিম। তারপর করাচি হয়ে ওঠে এই আন্ডার ওয়ার্ল্ড ডনের ঠিকানা। দাউদকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়েরও পূর্ণ মদত ছিল বলে অভিযোগ। যদিও দাউদকে নিয়ে বরাবরই ভারতের আনা অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

দাউদকে নিজেদের হাতে পেতে বহুবার আন্তর্জাতিক মহলে মরিয়া চেষ্টা চালিয়েছে ভারত। এ বার তাই দাউদকে খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাহায্য নিচ্ছে দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে জানান, এফবিআইকে দাউদের ঠিকানা দেওয়া হয়েছে। যৌথ অভিযানের ব্যাপারে দু দেশের অফিসারেররা আলোচনাও সেরে ফেলেছেন।

কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গেও দাউদের যোগসাজসের প্রমাণ মিলেছে। যার জেরে দাউদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এ বার এফবিআইয়ের সাহায্যেই দ্রুত এই `মোস্ট ওয়ান্টেড`কে ভারতে আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

.