নাগাল্যান্ডে জঙ্গি হানায় মৃত অসম রাইফেলের ৮ জওয়ান,আহত ৬

নাগাল্যান্ডে জঙ্গি হানায় প্রাণ হারালেন অসম রাইফেলের ৭ জওয়ান। প্রাণ হারিয়েছেন টেরিটোরিয়াল আর্মির ১জন। আহত হয়েছেন ৬। খোঁজ মিলছে না ৪ জওয়ানের। রবিবার নাগাল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে, মায়ানমার সীমান্তে প্যারামিলিটারি ফোর্সের একটি কনভয়ের উপর হামলা করে জঙ্গিরা।

Updated By: May 4, 2015, 09:04 AM IST
 নাগাল্যান্ডে জঙ্গি হানায় মৃত অসম রাইফেলের ৮ জওয়ান,আহত ৬

ওয়েব ডেস্ক: নাগাল্যান্ডে জঙ্গি হানায় প্রাণ হারালেন অসম রাইফেলের ৭ জওয়ান। প্রাণ হারিয়েছেন টেরিটোরিয়াল আর্মির ১জন। আহত হয়েছেন ৬। খোঁজ মিলছে না ৪ জওয়ানের। রবিবার নাগাল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে, মায়ানমার সীমান্তে প্যারামিলিটারি ফোর্সের একটি কনভয়ের উপর হামলা করে জঙ্গিরা।

মন জেলার চাংলাং সু অঞ্চলে কাল বেলা আড়াইটে নাগাদ ওই কনভয়ের উপর প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তারপরেই আড়াল থেকে চলে গুলি বৃষ্টি। সেনা পাল্টা জবাব দেওয়া শুরু করে। সেনার গুলিতে এক জঙ্গিরো মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অসম রাইফেলের এক আধিকারিক জানিয়েছেন, ওই কনভয়টি জল আনতে বেড়িয়ে ছিল। অসম রাইফেলের যে কনভয়টির উপর জঙ্গিহানা হয়েছে তাতে অন্তত ২০ জন জওয়ান ছিলেন।

আহত জওয়ানদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।  

অসম রাইফেলের সন্দেহ এই হামলার পিছনে রয়েছে নাশন্যাল সোশ্যালিস্ট কাউনসিল অফ নাগাল্যান্ড-খাপলং।

 

.