Murder: বাড়ির সামনে পোষ্যের মলত্যাগে আপত্তি? বৃদ্ধাকে পিটিয়ে মারল প্রতিবেশী...

বাড়ির সামনে রোজই নাকি মলত্যাগ করে যেত প্রতিবেশীর পোষা কুকুর! প্রতিবাদ করে প্রাণ গেল বৃদ্ধের। গ্রেফতার অভিযুক্ত। 

Updated By: Apr 12, 2023, 05:33 PM IST
Murder: বাড়ির সামনে পোষ্যের মলত্যাগে আপত্তি? বৃদ্ধাকে পিটিয়ে মারল প্রতিবেশী...

জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্য়ুরো: বাড়ির সামনে রোজই নাকি মলত্যাগ করে যেত পোষা কুকুর! কেন? তুমুল বচসা, হাতাহাতি। শেষপর্যন্ত বৃদ্ধকে পিটিয়ে খুন করল তাঁরই প্রতিবেশী! গ্রেফতার অভিযুক্ত। ঘটনাস্থল, বেঙ্গালুরু।

পুলিস সূত্রে খবর, মৃতের নাম মুনারাজু। বাড়ি, বেঙ্গালুরু গণপতি নগরে। তাঁর বাড়ির পাশেই থাকেন অভিযুক্ত প্রমোদ বিন নরসিমা মূর্তি। তাঁকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন: Bhathinda Firing: ভাটিন্ডায় সেনা ছাউনিতে কাকভোরে চলল গুলি; নিহত ৪, এলাকা ঘিরে চলছে তল্লাশি

অভিযোগ, প্রতিদিন পোষা কুকুরকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতেন প্রমোদ। শুধু তাই নয়, কুকুরটিকে নাকি মলত্যাগ করাতেন প্রতিবেশী মুনারাজুর বাড়ির সামনেই! তারপর? ৮ এপ্রিল, শনিবার দুপুরে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল বচসা বাধে। সঙ্গে ছিলেন এক বন্ধু ও তাঁর স্ত্রীও। অশান্তি এমন জায়গায় পৌঁছয় যে, প্রমোদ একটি ব্যাট দিয়ে মুনারাজু মাথায় আঘাত করেন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.