বিলুপ্তপ্রায় স্নো লেপার্ডের দেখা মিলল কুমায়ুন হিমালয়ে

কুমায়ুনে হিমালয়ে দেখা মিলল পৃথিবীর অন্যতম বিলুপ্তপ্রায় প্রজাতি স্নো লেপার্ডের। উত্তরাখণ্ড বন দফতর সূত্রে খবর, এই প্রথম ওই অঞ্চলে স্নো লেপার্ডের দেখা মিলল। ছবিতে দেখা গিয়েছে ১টি নয়, ওই এলাকায় অন্তত ১১টি স্নো লেপার্ড রয়েছে।

Updated By: Jul 8, 2015, 06:53 PM IST
বিলুপ্তপ্রায় স্নো লেপার্ডের দেখা মিলল কুমায়ুন হিমালয়ে

ওয়েব ডেস্ক: কুমায়ুনে হিমালয়ে দেখা মিলল পৃথিবীর অন্যতম বিলুপ্তপ্রায় প্রজাতি স্নো লেপার্ডের। উত্তরাখণ্ড বন দফতর সূত্রে খবর, এই প্রথম ওই অঞ্চলে স্নো লেপার্ডের দেখা মিলল। ছবিতে দেখা গিয়েছে ১টি নয়, ওই এলাকায় অন্তত ১১টি স্নো লেপার্ড রয়েছে।

গ্রেটার হিমালয়ে স্নো লেপার্ড নিয়ে গবেষনারত বিপূল মরিয়া জানালেন, এই প্রথম কুমায়ুনে স্নো লেপার্ডের উপস্থিতি ছবিতে ধরা পড়েছে। এই ছবি বন দফতরকে ওই অঞ্চলে বিলুপ্তপ্রায় প্রজাতির উন্নততর সংরক্ষণে সাহায্য করবে।

গত ২৯ জুন বাগেশ্বর জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,১০০ মিটার উচ্চতায় দেখা মিলেছিল এই স্নো লেপার্ডের।

 

.