এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমাল অর্থ মন্ত্রক

 সুদের হার কমল এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ডে। চলতি অর্থবর্ষে EPF-এর আমানতের উপর অবসরপ্রাপ্ত কর্মচারীরা সুদ পাবেন ৮.৭ শতাংশ হারে। অর্থ মন্ত্রক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

Updated By: Apr 26, 2016, 10:28 AM IST
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমাল অর্থ মন্ত্রক

ওয়েব ডেস্ক : সুদের হার কমল এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ডে। চলতি অর্থবর্ষে EPF-এর আমানতের উপর অবসরপ্রাপ্ত কর্মচারীরা সুদ পাবেন ৮.৭ শতাংশ হারে। অর্থ মন্ত্রক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বর্তমানে PF-এর সুবিধাভোগীর সংখ্যা ৫ কোটি। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ প্রভিডেন্ট ফান্ডে আমানতের উপর ৮.৮ শতাংশ সুদের হার প্রস্তাব করে। তবে, অর্থ মন্ত্রক ৮.৭ শতাংশ সুদের হারে সম্মতি জানায়। এই প্রথমবারের জন্য সুদের হার নির্ধারণে CBT-র সঙ্গে ভিন্নমত হল কেন্দ্র।

এর আগে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবর্ষে EPFO সুদ দিয়েছে ৮.৭৫ শতাংশ হারে। তার আগে ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবর্ষে অবশ্য PF-এর উপর সুদের হার ছিল কম, ৮.২৫ ও ৮.৫ শতাংশ।

এবার যদিও EPFO জানিয়েছিল যে তারা ৮.৯৫ শতাংশ হারে সুদ দিতে পারবে। কারণ তাদের হাতে উদ্বৃত্ত টাকার পরিমাণ ১০০ কোটি। তবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের দাবি ছিল, সুদের হার হোক ৯ শতাংশ।

.