সুখবর! পিএফ এবার অনলাইনে, কাগজের ঝক্কি রাখছে না কেন্দ্র

Updated By: Aug 24, 2017, 08:54 PM IST
সুখবর! পিএফ এবার অনলাইনে, কাগজের ঝক্কি রাখছে না কেন্দ্র

ওয়েব ডেস্ক: কাগজের ফর্ম নিয়ে আর পিএফ অফিসে ছুটতে হবে না। বরং বাড়িতে বা অফিসে বসেই পিএফ-র ‌যাবতীয় কাজকর্ম সারা ‌যাবে। আগামী বছর ১৫ অগাস্টের আগে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে পিএফ-এর সমস্ত পরিষেবাই মিলবে  অনলাইনে। ফলে উপকৃত হবেন পাঁচ কোটি সুবিধাভোগী।

সংগঠিত ক্ষেত্রের কর্মীদের ইপিএফ, পেনশন ও বিমার মতো পরিষেবা দেয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ইপিএফ-র টাকা ইতিমধ্যেই অনলাইনে তোলার ব্যবস্থা করেছে কেন্দ্র। এবার গোটা ব্যবস্থাটাই অনলাইনে পাওয়া ‌যাবে। কর্মীদের সঙ্গে সুবিধা হবে মালিকপক্ষেরও। এতে ‌যেমন ঝক্কি কমবে, তেমনই ঠেকানো ‌যাবে দুর্নীতি।

কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার ভি পি রায়ের কথায়,”আমরা একটা লক্ষ্য স্থির করেছি। আগামী বছর স্বাধীনতা দিবসের আগেই সব রকম পরিষেবা অনলাইনের আওতায় নিয়ে আসা হবে।” 

আরও পড়ুন, গোপনীয়তা মৌলিক অধিকারের স্বীকৃতি পাওয়ায় কী আসে-‌যায় আম আদমির?

 

.