দিল্লিতে আবার ভোট, প্রস্তুত সবাই

রাজনৈতিক সঙ্কটে দিল্লি। কেজরিওয়ালদের কুর্সি ছাড়ার পর এবার দ্রুত দিল্লিতে ভোট চাইছে বিজেপি। ভোটের জন্য দল প্রস্তুত বলে আজ জানিয়েছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। দিল্লি বিজেপিই এব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। এনিয়ে অবশ্য লেফেট্যান্ট গভর্নরের সিদ্ধান্তের দিকেই তাঁরা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন দিল্লি বিজেপির নেতা হর্ষ বর্ধন।

Updated By: Feb 15, 2014, 01:57 PM IST

রাজনৈতিক সঙ্কটে দিল্লি। কেজরিওয়ালদের কুর্সি ছাড়ার পর এবার দ্রুত দিল্লিতে ভোট চাইছে বিজেপি। ভোটের জন্য দল প্রস্তুত বলে আজ জানিয়েছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। দিল্লি বিজেপিই এব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। এনিয়ে অবশ্য লেফেট্যান্ট গভর্নরের সিদ্ধান্তের দিকেই তাঁরা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন দিল্লি বিজেপির নেতা হর্ষ বর্ধন।

দিল্লিতে কেজরিওয়ালদের ইস্তফার পর আপাতত লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে কংগ্রেস।সিদ্ধান্ত জানার পরই দল পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত।

পদত্যাগ করেই দিল্লি বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন অরবিন্দ কেজরিওয়ালরা। এই মুহূর্তে লেফটেন্যান্ট গভর্নরের সামনে বিধানসভা ভেঙে দেওয়া ছাড়া আর অন্য কোনও পথ খোলা নেই বলে মনে করছেন আপ নেতা আশুতোষ।

ভবিষ্যত কী তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। আম আদমি পার্টি নেতা প্রশান্ত ভূষণ বলছেন, কোনও দল দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চাইলে, লেফটেন্যান্ট গভর্নরের তাদের ডাকা উচিত।কংগ্রেস আর বিজেপি এক সঙ্গে সরকার না গড়লে আর কোনও বিকল্প থাকে না। কটাক্ষের সুরেই বক্তব্য প্রশান্ত ভূষণের।

.