মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন! তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ১২ বিধায়ক
সূত্রের খবর, বৃহস্পতিবার মেঘালয় যাচ্ছেন মলয় ঘটক।
![মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন! তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ১২ বিধায়ক মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন! তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ১২ বিধায়ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/25/355408-mukulsangmatojointmc.jpg)
নিজস্ব প্রতিবেদন: মেঘালয় (Meghalaya) কংগ্রেসে (Congress) বড় ভাঙনের ছায়া। কংগ্রেস (Congress) ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)-সহ ১২ বিধায়ক। বুধবার রাতে তাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার মেঘালয় যাচ্ছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দুপুরে সাংবাদিক সম্মেলন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)। সেখানেই সরকারি ভাবে যোগাদানের ঘোষণা হতে পারে। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় (Meghalaya) বিধানসভায় কংগ্রেসের (Congress) বিধায়ক সংখ্যা ১৮। NDA জোটের কাছে রয়েছে ৪০ জন বিধায়ক।
২০২৪-এর লোকসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গের বাইরেও শক্তি বাড়াচ্ছে তৃণমূল (TMC)। ইতিমধ্যে ত্রিপুরা এবং গোয়ায় ভিত শক্ত করার কাজ শুরু করেছে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও এবং কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়া গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং জাতীয় দলের প্রাক্তন সাঁতারু তথা অভিনেতা নাফিসা আলিও।
আরও পড়ুন: 'যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অযথা নষ্ট করবেন না', BSF ইস্য়ুতে মোদীর কাছে সরব মমতা