ইন্টার্নকে যৌন হেনস্থার অভিযোগ পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি একে গাঙ্গুলির বিরুদ্ধে

ইন্টার্নকে যৌন হেনস্থাকারী প্রাক্তন বিচারপতির নাম প্রকাশ্যে আনল সুপ্রিমকোর্ট। ডিসেম্বরে একটি হোটেলের রুমে তাঁরই তত্ত্বাবধানে থাকা শিক্ষানবিশ আইনজীবীকে যৌন হেনস্থা করেছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি একে গাঙ্গুলি। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। যদিও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী গাঙ্গুলি জানিয়েছেন ``আমি নির্দোষ। আমআর কর্মজীবনে বহু ইন্টার্নকে নিয়ে কাজ করেছি। আমি তাদের চিরকাল আমার সন্তানের মত দেখে এসেছি। এই অভিযোগ শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি``

Updated By: Nov 29, 2013, 09:11 PM IST

ইন্টার্নকে যৌন হেনস্থাকারী প্রাক্তন বিচারপতির নাম প্রকাশ্যে আনল সুপ্রিমকোর্ট। ডিসেম্বরে একটি হোটেলের রুমে তাঁরই তত্ত্বাবধানে থাকা শিক্ষানবিশ আইনজীবীকে যৌন হেনস্থা করেছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি একে গাঙ্গুলি। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। যদিও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী গাঙ্গুলি জানিয়েছেন ``আমি নির্দোষ। আমআর কর্মজীবনে বহু ইন্টার্নকে নিয়ে কাজ করেছি। আমি তাদের চিরকাল আমার সন্তানের মত দেখে এসেছি। এই অভিযোগ শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি``

বিচারপতি একে গাঙ্গুলির বিরুদ্ধে ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির একটি হোটেলে শিক্ষানবিশ এক তরুণী আইনজীবীকে যৌন হেনস্থা করার অভিযোগ সম্প্রতি প্রকাশ্যে আসে। চলতি মাসের প্রথম দিকে ওই তরুণী আইনজীবী একটি ব্লগে একে গাঙ্গুলির নাম না করে ঘটনাটির উল্লেখ করলে তা নিয়ে দেশ জুড়ে হইচই পড়ে যায়।

২০১২সালের ফেব্রুয়ারি মাসে সচ্ছ্বতা বজায় না রাখার অভিযোগে ১২২টি মোবাইল নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করেন সুপ্রিমকোর্টের যে বেঞ্চ একে গাঙ্গুলি তার অন্যতম সদস্য ছিলেন।

এই বছরের প্রথমদিকে সুপ্রিমকোর্টের বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন একে গাঙ্গুলি।

.