MP Explosion: বিকট বিস্ফোরণে উড়ল বাজি গোডাউন, মৃত কমপক্ষে ৪
এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অনেকে। এদের মধ্যে রয়েছে রয়েছে একাধিক শিশু ও মহিলা। এরা সবাই ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ঙ্কর বিস্ফোরণে ভেঙে পড়ল মধ্যপ্রদেশের এক বাজি গোডাউনের বিরাট অংশ। বিকট বিস্ফোরণে আজ সকালে উড়ে যায় মোরেনা জেলার বানমোর নগরের ওই বাজি গোডাউনের ছাদ। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অনেকে। এদের মধ্যে রয়েছে রয়েছে একাধিক শিশু ও মহিলা। এরা সবাই ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে। তাদের উদ্ধারে নেমেছে প্রশাসন।
আরও পড়ুন-রেকর্ড পতন টাকার দামে, ৬ পয়সা আরও কমল ১ ডলারের মূল্য
ওই বিস্ফোরণের ঘটনা নিয়ে দমকল আধিকারিক রাজেন্দ্র প্যাটেল সংবাদমাধ্যমে জানিয়েছেন, একটি দোকানে আগুন লেগে গিয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ঘণ্টাখানেক আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ফলে পাশাপাশি দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আর নেই।
Morena, MP | Explosion in an illegal firecracker factory in the Banmore Police Station area killed 3. One is missing, 7 have also been injured. People also suspected to be buried under debris: IG Chambal range, Rakesh Chawla pic.twitter.com/YkBoz7djQF
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 20, 2022
মোরেনার জেলাশাসক বাক্কি কার্তিকেয়ন সংবাদমাধ্যমে বলেছেন, বাজির বারুদ থেকেই বিস্ফোরণ নাকি কোনও গ্যাস সিলিন্ডার ফেটে এই কাণ্ড হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ৭ জনের শরীর পুড়ে গিয়েছে। এদের সবার সবার অবস্থা আশঙ্কাজনক।
জেলা প্রশাসন সূত্রে সংবাদসংস্থার খবর, ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। তাদের সঙ্গে রয়েছে পে লোডার সহ অন্যান্য যন্ত্রপাতি। প্রসঙ্গত, ৩ বছর আগে এই দেওয়ালির সময়েই পঞ্জাবে এমনই এক বিস্ফোরণে নিহত হয় ২০ জন।