পাকিস্তান নয়, এখন জাল নোটের আঁতুর ঘর বাংলাদেশ
নোটবন্দি ঘোষণা হওয়ার পর থেকেই খোঁজ চলছিল জাল করার বিকল্প রাস্তার। ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে এখনও পর্যন্ত ৪ দফায় জাল ভারতীয় নতুন নোট ধরা পড়েছে। তারমধ্যে উল্লেখ্যযোগ্য গ্রেফতার কালিয়াচকের পিয়ারুল ইসলাম। তার কাছে থেকে পাওয়া জালনোটে স্পষ্ট ভাবে উঠে এসেছে বাংলাদেশ লিঙ্ক।
Updated By: Feb 15, 2017, 09:34 AM IST