দশ মিনিটের রাস্তা, ভাড়া ২৫০ টাকা
সম্প্রতি ওমান সফরে গিয়ে অনাবাসী ভারতীদের এক অনুষ্ঠানে মোদী জানিয়েছেন, ২০২২ সালেই চালু হয়ে যাবে বুলেট ট্রেন। উল্লেখ্য, আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত বুলেট ট্রেনের জন্য খরচ হবে ১,১০,০০০ কেটি টাকা
নিজস্ব প্রতিবেদন: ২০২২ সালেই চালু হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বুলেট ট্রেন। ১,১০,০০০ কেটি টাকার ওই প্রকল্প নিয়ে দেশবাসী জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে প্রায় বিমানের মতো ভাড়া হবে বুলেট ট্রেনের। কিন্তু ঠিক কত হবে সেই ভাড়া! জানা গেল সম্প্রতি।
সম্প্রতি মুম্বইয়ে অনুষ্টিত বাণিজ্য সম্মেলনে বুলেট ট্রেনের ভাড়ার কাঠামো সামনে আনা হল। থানে থেকে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স পর্যন্ত যেতে বুলেট ট্রেনের সময় লাগবে ১০ মিনিট। টিকিদের দাম ২৫০ টাকা। একইভাবে ভিরার থেকে বান্দ্রা-কুরলা যেতে লাগাবে ২৪ মিনিট। ভাড়া ৫০০ টাকা। বইসার থেকে বান্দ্রা-কুরলা যেতে বুলেট ট্রেন সময় নেবে ৩৯ মিনিট। ভাড়া ৭৫০ টাকা। ফলে ওই ট্রেন সাধারণ মানুষ চাপতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।
আরও পড়ুন-তুফান এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের জের, ঘোরানো হল এই ট্রেনগুলির গতিপথ
সম্প্রতি ওমান সফরে গিয়ে অনাবাসী ভারতীদের এক অনুষ্ঠানে মোদী জানিয়েছেন, ২০২২ সালেই চালু হয়ে যাবে বুলেট ট্রেন। উল্লেখ্য, আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত বুলেট ট্রেনের জন্য খরচ হবে ১,১০,০০০ কেটি টাকা। এর জন্য ৯০ শতাংশ আর্থিক সাহায্য দেবে জাপান।