কৃষক বিক্ষোভ নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্য একেবারেই 'অযৌক্তিক', বলল ভারত

জাস্টিন ট্রুডোর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে শিবসেনা

Updated By: Dec 1, 2020, 04:31 PM IST
কৃষক বিক্ষোভ নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্য একেবারেই 'অযৌক্তিক', বলল ভারত

নিজস্ব প্রতিবেদন: কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। এনিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের প্রতিবাদ করল ভারত। ট্রুডোর ওই মন্তব্যকে  অযৌক্তিক বলে মন্তব্য করেছে ভারত। পাশাপাশি এও বলা হয়েছে, জাস্টিন ট্রুডো কৃষক আন্দোলন নিয়ে অনেক কিছু ভুল জানেন।

আরও পড়ুন-অন্তঃসত্ত্বা অনুষ্কা, বিরাটের সাহায্যে যোগের অনুশীলন করছেন অভিনেত্রী, দেখুন
 

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে জানিয়েছেন, 'ভারতের কৃষকদের সম্পর্কে কানাডার নেতারা অনেককিছুই ভুল তথ্য জেনে বসে রয়েছেন। এই ধরনের মন্তব্য একেবারেই অযৌক্তিক। গোটা বিষয়টি একেবারে ভারতের নিজস্ব বিষয়।'

 

প্রসঙ্গত, দিল্লিতে কৃষকদের বিক্ষোভ নিয়ে ট্রুডো মন্তব্য করেছিলেন, ভারতের কৃষক বিক্ষোভ 'অত্যন্ত উদ্বেগজনক। যে কোনও শান্তপূর্ণ বিক্ষোভের পাশে রয়েছে কানাডা।' গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে জাস্টিন ট্রুডো বলেন, ভারত থেকে কৃষক বিক্ষোভের খবর আসছে। পরিস্থিতি উদ্বেগজনক। এর সঙ্গে আপনাদেরও সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন-জেলায় জেলায় চলছে 'দুয়ারে সরকার', তুঙ্গে 'স্বাস্থ্যসাথী'র চাহিদা, দিলীপের কটাক্ষ 'নির্বাচনী স্টান্ট'

জাস্টিন ট্রুডোর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে শিবসেনা। দলের নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী টুইট করেছেন, 'প্রিয় ট্রুডে, ভারতকে নিয়ে আপনার উদ্বেগ আমাদের অবাক করেছে। কিন্তু ভারতের নিজস্ব কোনও বিষয় অন্য কারও সমালোচনার বিষয় হতে পারে না। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ অন্য কেউ এনিয়ে সুযোগ নেওয়ার আগে কৃষক সমস্যার সমাধান করুন।'

.