মাথা কাটলেই সাড়ে পাঁচ লাখ, মানিক সরকারের বিরুদ্ধে ফতোয়ায় তোলপাড় ত্রিপুরা
ওয়েব ডেস্ক: মাথা কাটতে পারলেই সাড়ে পাঁচ লাখ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে ফেসবুক-এ জারি হওয়া ফতোয়াকে ঘিরে তোলপাড় রাজ্য প্রশাসন।
ফেসবুক-এ রিয়া রায় নামে এক জনের প্রোফাইল থেকে ওই ফতোয়া দেওয়া হয়েছে। রিয়া সেন নিজেকে অ্যান্টি কমিউনিস্ট কাউন্সিলের সদস্য বলে পরিচয় দিয়েছেন। প্রোফাইলটিতে একটি মেয়ের ছবিও দেওয়া হয়েছে। তবে এর বেশি কিছু নেই। পুলিশের ধারণা প্রোফাইলটি জাল।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ সম্প্রচার না করার অভিযোগ সত্য নয়, জানাল দূরদর্শন
বৃহস্পতিবার প্রোফাইলটি প্রথম নজরে আসে পুলিশের। শুক্রবার এনিয়ে তদন্তে নেমেছে ত্রিপুরা পুলিশ। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের প্রধান অভিজিৎ সপ্তর্ষী সংবাদ মাধ্যামে জনিয়েছেন, ওই ফতোয়া জারির পর শুক্রবার এনিয়ে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- আগামী লোকসভায় অমিতের লক্ষ্য ৩৬০-এর বেশি আসন
অভিজিৎ সপ্তর্ষি আরও জানিয়েছেন, পুলিশ ওই ফতোয়া নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে। এ ব্যাপারে সাইবার ক্রাইম বিশেষজ্ঞাদের সঙ্গে কথা বলা হচ্ছে। বর্তমানে ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাগাল আমারা পেয়ে যাব। তবে এতে কিছুটা সময় লাগবে। এর আগে মুখ্যমন্ত্রীর নামে একটি ভুয়ো প্রোফাইল খোলা হয়েছিল। পুলিশ ওই কাজের জন্য ইন্দৌর থেকে একজনকে খুঁজে বের করেছিল।