সোশ্যাল সাইটে ছবি পোস্ট করা হারাম, নিদান দারুল উলুম দেওবন্দের

Updated By: Oct 19, 2017, 04:39 PM IST
সোশ্যাল সাইটে ছবি পোস্ট করা হারাম, নিদান দারুল উলুম দেওবন্দের

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল সাইটে কোনও ছবি পোস্ট করা যাবে না। নয়া ফতোয়া জারি করল দারুল উলুম দেওবান্দ। ভারতীয় মুসলিমদের অনলাইনে ছবি পোস্ট করাকে 'ইসলাম বিরোধী' বলে উল্লেখ করেছে দারুল উলুম দেওবন্দ। উত্তরপ্রদেশের সাহরানপুরে অবস্থিত এই প্রতিষ্ঠান দেশে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় সংগঠন।

জানা গিয়েছে, সোশ্যাল সাইটে ছবি পোস্ট করা ইসলামসম্মত কি না তা দারুল উলুমের শাখা দারুল ইফতার কাছে চিঠি পাঠিয়ে জানতে চান এক ব্যক্তি। জবাবে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা ইসলাম বিরোধী।

দারুল উলুম দেওবান্দের তরফে দারুল ইফতার রায়ে সম্মতি জানিয়ে শাহনাওয়াজ কাদরি বলেছেন, সঠিক কথাই বলেছে তারা। কারণ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা ইসলামের চোখে ভুল।

এর আগে অক্টোবরের শুরুতেই দারুল উলুম দেওবান্দ ফতোয়া জারি করে মুসলিম মহিলাদের ভুরু প্লাক করা ও চুল কাটা নিষিদ্ধ ঘোষণা করেছিল। একই মত পোষণ করেছিল দারুল ইফতাও।

আরও পড়ুন, কালীপুজোয় মিলন চকে মিলে যায় হিন্দু-মুসলমান

.