Meerut Shocker: দাদার সঙ্গে পুরনো বিবাদ, ৮ বছরের নাবালিকাকে গুলিতে ঝাঁঝরা করে দিল এলাকার ৯ যুবক
Meerut Shocker: স্থানীয়দের দাবি, ৯ জন হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ওই বাড়িতে। তারপর নির্বিচারে গুলি চালিয়ে দেয়। সেইসময় একটি গুলি এসে লাগে আফিয়া নামে ওই নাবালিকার শরীরে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর আকার নিল দুবছর পুরনো বিবাদ। ঘরে ঢুকে ৮ বছরের নাবালিকাকে গুলিতে ঝাঁঝরা করে দিল এলাকার ৯ যুবক। শিউরে ওঠার মতো ঘটনা উত্তর প্রদেশের মেরঠে। শনিবার সন্ধেয় মেরঠের কান্দিনি নামের একটি গ্রামে ওই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন-স্বর্ণমন্দিরে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, আততায়ীর উপরে ঝাঁপিয়ে পড়ল লোকজন
এদিন সন্ধের অস্ত্র নিয়ে ওই নাবালিকার বাড়িতে ঢুকে পড়ে ৯ যুবক। এরপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতেই গুরুতর আহত হয় ওই আট বছরের নাবালিকা। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তার। হামলাকারীদের ধরার জন্য ৩ জনের একটি টিম গঠন করেছে পুলিস। নাবালিকার দেহ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। খুনের মামলা রুজু করেছে পুলিস।
স্থানীয়দের দাবি, ৯ জন হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ওই বাড়িতে। তারপর নির্বিচারে গুলি চালিয়ে দেয়। সেইসময় একটি গুলি এসে লাগে আফিয়া নামে ওই নাবালিকার শরীরে। গুলি চালিয়েই পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় আফিয়াকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিস সূত্রে খবর, আফিয়ার দাদা সাহিলের সঙ্গে ২ বছর আগে ওই হামলাকারীদের একটি ঝামেলা হয়। সাহিলের একটি ডেয়ারি রয়েছে। সাহিলের সঙ্গে গোলমাল হয়ে মনসুর নামে একজনের সঙ্গে। সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করা নিয়ে সমস্য়ার সূত্রপাত। এনিয়ে মামলা হয়। সেই মামলার রায় এখনও বের হয়নি।
ঘটনার দিন সন্ধেয় সাহিল ও মনসুরের সঙ্গে ফের ঝগড়া হয়। গালিগালাজ করে দুপক্ষই। তার পরেই সন্ধেয় ৯ জন লোক নিয়ে সাহিলের বাড়িতে হামলা চালায়। সেইসময় রাতের খাবার খাচ্ছিল সাহিলরা। ঘরে ঢুকেই গুলি চালাতে শুরু করে ওই ৯ জন।
ঘটনার কথা স্বীকার করেছেন মেরঠের পুলিস সুপার। তিনি জানান, দুই পরিবারের মধ্যে ঝগড়ার ফলেই এই ঘটনা। এনিয়ে পুলিস একটি এফআইআর করেছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)