প্রধানমন্ত্রী মোদীর নামে 'আপত্তিকর' সার্চ রেজাল্ট, FIR গুগলের বিরুদ্ধে!
'মারাত্মক' অভিযোগ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে 'অবমাননাকর' সার্চ রেজাল্ট। আর সেই অভিযোগে সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে দায়ের হল FIR।
ওয়েব ডেস্ক : 'মারাত্মক' অভিযোগ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে 'অবমাননাকর' সার্চ রেজাল্ট। আর সেই অভিযোগে সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে দায়ের হল FIR।
গতকাল এই FIR-টি দায়ের হয়েছে উত্তরপ্রদেশে। সাহারানপুরের পুলিস সুপার কমল কিশোর জানিয়েছেন, নন্দ কিশোর নামে এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে FIR-টি দায়ের হয়েছে। টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে IT আইনের বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, ২০১৫ সালে গুগলে খবর সার্চ করার সময় একটি তালিকা বেরিয়ে আসে। যেখানে অত্যন্ত 'অবমাননাকর ও আপত্তিকর'ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ ছিল। FIR-এর প্রসঙ্গে গুগল ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে, মুখপাত্র বলেন, "এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও নোটিস আসেনি। তাই মন্তব্য করতে পারব না।"
আরও পড়ুন, ৪০ দিন সময় দিলেন যোগী আদিত্যনাথ!