নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকল।

Updated By: Mar 6, 2019, 10:13 AM IST
নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই ভয়াবহ আগুন লাগল সিজিও কমপ্লেক্সে। বুধবার সকালে নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে আগুন লাগে। ওই কমপ্লেক্সের মধ্যেই রয়েছে পণ্ডিত দীনদয়াল অন্তোদ্যয় ভবন। ওই ভবনের পাঁচতলায় আগুন লাগে।

আগুনের তীব্রতা প্রাথমিকভাবে অনেকটাই ছিল। ফলে দমকলের ২৪টি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকল।

ওই ভবনটি ১১তলার। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে। সেই তালিকায় রয়েছে, সামাজিক ন্যায়বিচার মন্ত্রক, বণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক।

দমকলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, পাঁচতলায় রয়েছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের অফিস। সেখান থেকেই প্রথম আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দমকলের তত্পরতায়।

আগুন নিয়ন্ত্রণে আনার পর আপাতত দমকলের তরফে ঘটনাস্থলের তাপমাত্রা কমানোর কাজ করা হচ্ছে। হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির কোনও হিসেব মেলেনি।

কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। দমকলের তরফে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

.