টুইটারের মাধ্যমে ব্যবসায়িক চুক্তি সারল ভারতীয় রেল
ভারতীয় রেলের টুইটা হ্যান্ডেলে গত ২৩ সেপ্টেম্বর একটি প্রস্তাব দেয় আমুল। প্রায় ১ মাস পর তাদের সেই প্রস্তাবে রাজি হয় রেল। টুইটারেই আমুলকে তারা জানায়, প্রস্তাব গৃহীত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : যাত্রীদের অভিযোগ শোনার জন্য টুইটারের দরজা আগেই খুলে দিয়েছিল ভারতীয় রেল। এবার দরজা খুলল ব্যবসায়ীদের জন্যও। টুইটারে প্রথম বাণিজ্যিক চুক্তি সেরে ফেলল তারা। চুক্তি করল ভারতের সব থেকে বড় ডেয়ারি সংস্থা আমুলের সঙ্গে।
রেলের রেফ্রিজারেটর ভ্যানে দেশের বিভিন্ন প্রান্তে তাদের মাখন পৌঁছে দিতে চায় আমুল। ভারতীয় রেলের টুইটা হ্যান্ডেলে গত ২৩ সেপ্টেম্বর এমনই একটি প্রস্তাব দেওয়া হয় সংস্থার তরফে। প্রায় ১ মাস পর তাদের সেই প্রস্তাবে রাজি হয় রেল। টুইটারেই আমুলকে তারা জানায়, প্রস্তাব গৃহীত হয়েছে। সেই সঙ্গে লেখা হয়, 'আমুল মাখনের স্বাদ ভারতীয় গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারলে ভারতীয় রেল গর্বিত হবে।' পরিবর্তে ভারতীয় রেলকেও ধন্যবাদ জানিয়েছে আমুল। সেই প্রস্তাব অনুসারে শনিবার পালানপুর থেকে দিল্লির উদ্দেশ্যে আমুল বাটার নিয়ে রওনা হয় প্রথম রেফ্রিজারেটেড ভ্যানটি।
First refrigerator van with 17 MT #Amul Butter being flagged off from Palanpur to Delhi with our milk train. Thanks @RailMinIndia for the prompt action. pic.twitter.com/ERC5Fh0CNo
— Amul.coop (@Amul_Coop) November 11, 2017
সহজে পচনশীল পণ্য পরিবহনের জন্য ভারতীয় রেলে কয়েক বছর আগে রেফ্রিজারেটেড ভ্যান পরিষেবা চালু করে ভারতীয় রেল।
আরও পড়ুন- জিএসটি-র হার নিয়ে বেফাঁস মন্তব্য রাহুলের, বিপাকে কংগ্রেস