পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা, গুজরাত উপকূলে বিস্ফোরণ জেলে নৌকায়
গুজরাত উপকূল দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা। জলপথে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছিল। নিরাপত্তা রক্ষীদের নজরে আসতেই বিস্ফোরণ হয় নৌকাটিতে।
আহমেদাবাদ: গুজরাত উপকূল দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা। জলপথে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছিল। নিরাপত্তা রক্ষীদের নজরে আসতেই বিস্ফোরণ হয় নৌকাটিতে।
পোরবন্দরের এক ঘণ্টা দূরত্বে একটি সন্দেহভাজন জেলে নৌকাকে আটক করে উপকূল রক্ষা বাহিনী। নিরাপত্তারক্ষীদের জেরার সময়ই বিস্ফোরণ হয় নৌকাটিতে।
সূত্রে খবর নৌকাটিতে ৪ জন যাত্রী ছিলেন। ঘটনার পর চূড়ান্ত সতকর্তা জারি হয়েছে গুজরাত উপকূলে।
২৬/১১ মুম্বই হামলার সময় জলপথেই অনুপ্রবেশ করে ১০ জন পাক জঙ্গি। করাচি থেকে আরব সাগর হয়ে মুম্বইয়ে পৌঁছেছিল আততায়ীরা।