২০১৫: দেশের ৫ টা বড় প্রাকৃতিক দুর্যোগ

Updated By: Dec 17, 2015, 06:50 PM IST

২০১৫ -তেও প্রাকৃতিক রোষের কবলে পড়েছে আমাদের দেশ। বেশ কিছু জায়গায় হয়েছে বন্যা, খরা, ঝড়, যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ দেশের মানুষের। মারা গিয়েছে অনেক মানুষ। তেমনই বড় ৫ টা ঘটনার কথা নিচে আলোচনা করা হল।

১) চেন্নাইতে বন্যা- বছরের একেবারে শেষ দিকে চেন্নাইতে হয়ে গেল বন্যা। এমন বৃষ্টি হল, যা হয়নি গত ১০০ বছরেও! জলের এমন ভয়ঙ্কর তোড় থেকে নিজেকে রক্ষা করতে পারেনি চেন্নাই। মারা গিয়েছেন আড়াইশোরও বেশি মানুষ। ঘর ছাড়া বহু পরিবার।

বিস্তারিত পড়ুন

২) উত্তর ভারত জুড়ে ভূমিকম্প - হ্যাঁ, ভূমিকম্পের উত্‍সস্থল নেপাল। বেশি ক্ষয়ক্ষতিও সেখানে। তাহলেও সেই ভূমিকম্পের জেরে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল ভারতের উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গে। বেশ কিছু মানুষ মারা গিয়েছেন ওই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে। বিস্তারিত পড়ুন

৩) গুজরাট বন্যা - বছরের একেবারে মাঝামাঝি সময়ের ঘটনা। বন্যা হয় গুজরাটেও। প্রায় ১০০ জন মানুষ মারা যান ওই বন্যায়। প্রধানমন্ত্রীর রাজ্যকেও ক্ষমা করেনি প্রাকৃতিক দুর্যোগ। শুধু মানুষ নন, মারা যায় প্রচুর সংখ্যক গবাদি পশু। বিস্তারিত পড়ুন

৪) হিন্দুকুশ পর্বতমালায় ভূমিকম্প - ভূমিকম্পের উত্‍সস্থল সুদূর হিন্দুকুশ পর্বতমালা। কিন্তু সেই ভূমিকম্পের তীব্রতা ছিল এতটাই বেশি যে, তার আঁচ গায়ে এসে লাগে ভারতেও। জম্মু ও কাশ্মীরে সেই ভূমিকম্পের জেরেই মারা যান বেশ কয়েকজন। বিস্তারিত পড়ুন

৫) তাপপ্রবাহে মৃত্যু- ২০১৫-র মে মাসে দেশের তাপমাত্রা পৌঁছেছিল চরমে। গোটা দেশের নানা রাজ্য মিলিয়ে মারা গিয়েছিলেন আড়াই হাজারেরও বেশি মানুষ। তবে সবথেকে বেশি মানুষ মারা গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। অন্ধ্রপ্রদেশে মারা যান ১৭৩৫ জন আর তেলেঙ্গানায় সংখ্যাটা ছিল ৫৮৫ জন। বিস্তারিত পড়ুন
 

 

.