টানা বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে বন্যা পরিস্থিতি
টানা বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে বন্যা পরিস্থিতি। বহু জায়গায় ঝিলাম এবং তার শাখানদীর জল বিপদসীমার ওপরে। কাল রাত থেকে বৃষ্টি কমায় দক্ষিণ কাশ্মীরের কয়েকটি জায়গায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, শ্রীনগরের নানা জায়গায় এখনও জল জমে রয়েছে। পুঞ্চ থেকে জলবন্দি ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি। ২০১৪-র বন্যায় ক্ষয়ক্ষতির স্মৃতি এখনও টাটকা উপত্যকাবাসীর মনে। ফলে, নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চিন্তায় প্রশাসন। এ মাসের নয় এবং বারো তারিখ শ্রীনগর ও অনন্তনাগে লোকসভা উপ-নির্বাচন থাকায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা।
ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে বন্যা পরিস্থিতি। বহু জায়গায় ঝিলাম এবং তার শাখানদীর জল বিপদসীমার ওপরে। কাল রাত থেকে বৃষ্টি কমায় দক্ষিণ কাশ্মীরের কয়েকটি জায়গায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, শ্রীনগরের নানা জায়গায় এখনও জল জমে রয়েছে। পুঞ্চ থেকে জলবন্দি ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি। ২০১৪-র বন্যায় ক্ষয়ক্ষতির স্মৃতি এখনও টাটকা উপত্যকাবাসীর মনে। ফলে, নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চিন্তায় প্রশাসন। এ মাসের নয় এবং বারো তারিখ শ্রীনগর ও অনন্তনাগে লোকসভা উপ-নির্বাচন থাকায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা।